ইসলামাবাদ, ৪ নভেম্বর: ইমরান খানকে (Imran Khan) লক্ষ্য করে বৃহস্পতিবার গুলি চালানোর পর থেকে প্রায় গোটা পাকিস্তান জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। ইমরান খানের খুনের চেষ্টা করা হয়েছে বলে পিএমএনএলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেন পিটিআইয়ের কর্মী, সমর্থকরা। শুধু তাই নয়, পাকিস্তানের স্বাধীনতার ৭৫ বছরে এই প্রথম আইএসআইয়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছেন মানুষ। শাসক দলের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানের আইএসআই ইমরান খানকে খুনের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয় পিটিআইয়ের তরফে। যা নিয়ে উত্তাল পাকিস্তান (Pakistan)। বৃহস্পতিবার ইমরান খানের পায়ে গুলি লাগার পর আইএসআইয়ের মেজর জেনারেল ফয়সলের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। ফলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদ-সহ বিভিন্ন এলাকায় তীব্র বিক্ষোভ শুরু হয়।
আরও পড়ুন: Imran Khan Video: ট্রাকে চেপে প্রচারের মাঝে ইমরান খানকে লক্ষ্য করে উড়ে এল গুলি, দেখুন সেই ভিডিয়ো
দেখুন...
#WATCH | People protest in front of Core Commander House in Peshawar, hours after firing near the container of ex-Pak PM & PTI chairman #ImranKhan in Wazirabad. Imran Khan sustained injuries on his leg, the man who opened fire has been arrested.
(Video: Pakistan Tehreek-e-Insaf) pic.twitter.com/EaLBL34LD0
— ANI (@ANI) November 3, 2022
এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানোর পর এ বিষয়ে শাসক দলের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তবে গুলি লাগার পর ইমরান খান আপাতত ভাল আছেন বলে জানা যাচ্ছে।