ক্যালিফোর্নিয়া, ৪ নভেম্বর: ইলন মাস্কের অধিগ্রহণের পর মাইক্রো ব্লগিং সাইট 'টুইটার'-এ দ্রুত বদলে যাচ্ছে অনেক কিছু। মাস্ক টুইটার অধিগ্রহণের পরেই সরানো হয় সিইও পরাগ আগরওয়াল সহ শীর্ষ পদস্থ বেশ কয়েকজন কর্মীকে। এবার টুইটারে অন্তত ৩৫% কর্মীকে ছাঁটাই করা হতে চলেছে। মাস্ক টুইটার ঢেলে সাজাতে চাইছেন। টুইটারকে করতে চলেছেন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সবার কথা বলার প্ল্যাটফর্ম হিসেবে। আর তাই পুরনোদের ঝেড়ে ফেলে নতুন কর্মী নিয়োগ করার পথে মাস্ক। সঙ্গে টেসলার প্রতিষ্ঠাতা চাইছেন খরচ বাঁচিয়ে নতুন কিছু করতে।
আজ, শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় তাদের কর্মীদের কাছে মেল করে মাস্কের টুইটার জানিয়ে দেবে, কার কী ভূমিকা, বা 'জব রোল' হবে। কার চাকরি থাকবে, কার থাকবে না। আপাতত কটা দিন টুইটার অফিস বন্ধ রেখে, ঢেলে সাজানো হতে পারে বলে খবর। মাত্র এক সপ্তাহের মধ্যেই টুইটারে ব্লু টিকে অর্থ খরচ সহ অনেক কিছু বদলে দিচ্ছেন মাস্ক। আরও পড়ুন-সপ্তাহে ৭ দিন অফিস, মাস্কের নয়া নির্দেশে অফিসেই ঘুমোচ্ছেন টুইটারের কর্মী, ভাইরাল ছবি
দেখুন টুইট
#BREAKING Twitter says it will start laying employees off on Friday, as new owner Elon Musk moves quickly after his takeover to make the messaging platform profitable.
A company-wide email says Twitter employees will receive word as to their fate at the start of business Friday. pic.twitter.com/Byt9BrQDJP
— AFP News Agency (@AFP) November 4, 2022
অফিসে কাদের আসত হবে, কাদের হবে না। অফিসের মেল যখন আসবে, তখন অনেকেরই 'ডিউটি আওয়ার্স'। অনেকেই অফিসের উদ্দেশ্য রওনা দেবেন। তাই টুইটারের মেলে সেই সব ডিউটিতে বের হওয়া বহিষ্কৃত কর্মীদের মেল করা হবে, যদি অফিসে আসার জন্য গাড়িতে ওঠেন, তাহলে ইউ টার্ন নিয়ে ঘুরিয়ে নিন, আপাতত আপনাকে আর কোম্পানির লাগবে না। এমনকী যাদের চাকরি বহাল থাকছে, তাদেরও মেল করে সেটা জানিয়ে অভিনন্দন জানানো হবে।