গাজায় স্থল অভিযানের প্রস্তুতি ইজরায়েল বাহিনীর। দক্ষিণ সীমান্তে হানা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী এমনটাই জানানো হয়েছে প্রতিরক্ষা দফতর সূত্রে।
তবে এই অভিযানের আগে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে নিচ্ছে প্রতিরক্ষা বাহিনী। তবে হামাসের সঙ্গে স্থল যুদ্ধে নামার আগে সব ধরনের সামরিক প্রস্তুতির বিষয়গুলি ভেবে নিয়ে তারপর অভিযানে নামা শুরু করবে বলে জানা গেছে।
এর আগএ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পক্ষ থেকে জানানো হয়েছিল যে তাদের হাতে শুধুমাত্র একটিই লক্ষ্য রয়েছে এবং সেটি হল হামাস কে নির্মূল করা। যুদ্ধের এই আবহে ইজরায়েলের বহু এলাকা থেকে তাদের নাগরিকদের সরে যাওয়ার জন্য বলা হয়েছে।
হামাসের দ্বারা ছোঁড়া রকেট প্রতিনিয়ত এই সব এলাকাগুলিকে টার্গেট করে ছোঁড়া হচ্ছে বলে জানা গেছে। এর পাশাপাশি হেজবোল্লাকে এই যুদ্ধের মধ্যে যোগ না দেওয়ার ক্ষেত্রে হুঁশিয়ারী দেওয়া হয়েছে।পাশাপাশি লেবাননের সঙ্গে সীমান্ত এলাকায় যুদ্ধের আগাম প্রস্তুতি হিসেবে তৈরী রাখা হয়েছে সমরাস্ত্র।
"We are ready to invade Gaza": Israel Defence Forces chief
Read @ANI Story | https://t.co/6E7zumC5b4#Gaza #IsraelDefenceForces #Israel #Hamas pic.twitter.com/zb6wKNnKZA
— ANI Digital (@ani_digital) October 24, 2023