Hurricane Melissa: ক্যাটাগরি ৫-এর হারিকেনের (Hurricane Melissa) আওতায় পড়ে গিয়েছে মেলিসা। যার গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার হতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে ২০২৫ সালে গোটা বিশ্ব জুড়ে যেকটি ঝড়, ঘূর্ণিঝড় বা হারিকেন আছড়ে পড়েছে পৃথিবীর বুকে, তার মধ্যে মেলিসা সবেচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। জামাইকার স্থলভাগে আছড়ে পড়ার আগেই মেলিসা ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে।
জামাইকায় (Jamaica) মেলিসা আছড়ে পড়ার আগে উত্তাল হয়ে উঠেছে ক্যারিবিয়ান সাগর। ফলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সৈকতে যে দোকানপাটগুলি রয়েছে, সেখানে সমুদ্রের ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে। ফলে জামাইকার উপকূলবর্তী এবাকাগুলিতে ত্রাহি ত্রাহি রব শুরু হয়েছে। কীভাবে জামাইকার মানুষকে রক্ষা করা হবে, তা নিয়ে চিন্তায় প্রশাসন।
আর কয়েক ঘণ্টার মধ্যে বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় মেলিসা আছড়ে পড়তে চলেছে। তার আগে উপকূল থেকে মানুষজনকে সরানোর কাজ শুরু হয়েছে। তবে প্রবল ঝড়ের দাপটে প্রশাসনের উদ্ধার কাজে ক্রমাগত ভাটা পড়তে শুরু করেছে।
আরও পড়ুন: Hurricane Melissa: ক্যাটাগরি ৪ হারিকেন হয়ে ফুঁসছে মেলিসা, তছনছের আশঙ্কায় দিন গুনছেন দেশের মানুষ
দেখুন কীভাবে ফুঁসছে ক্যারিবিয়ান সাগর...
The Caribbean Sea has now reached the beach shops/bars/restaurants in Alligator Pond, St. Elizabeth, Jamaica pic.twitter.com/qiGXEL1AYZ
— sainty876 (@sainty876) October 27, 2025
মেলিসার দাপটে জামাইকার জনপ্রিয় পর্যটনের জায়গা লাভার্স লিপ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রচণ্ড ঝড় এবং সমুদ্রের ঢেউ আঘাতে লাভার্স লিপ কার্যত তছনছ হয়ে পড়তে শুরু করেছে।
আটলান্টিক ওসান বেসিন থেকে যেকটি ঝড় তৈরি হয়েছে চলতি বছরে, তার মধ্যে মেলিসা সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে। ইকিমধ্যেই ক্যাটাগরি ৫-এ মেলিসা পৌঁছে গিয়েছে। যত সময় গড়াবে, এই ঝড়ের রূপ আরও ভয়ঙ্কর হবে বলেই আশঙ্কা করা হয়েছে।
তবে প্রশাসনের শত চেষ্টা সত্ত্বেও, মেলিসার দাপটে যে প্রাণহানি পুরো রোধ করা যাবে, তেমন ভাবা যাচ্ছে না।