Huajian Grand Canyon Bridge (Photo Credit: X/Screengrab)

Huajian Grand Canyon Bridge: বিশ্বের সবচেয়ে বড় সেতুর উদ্বোধন হল চিনে। হুজিয়ান গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজের উদ্বোধন হল চিনে (China) ২৮ সেপ্টেম্বর। গুইজ়োউতে চিনের যে বৃহৎ সেতু তৈরি হয়য়েছে, তা বিশ্বে এই প্রথম। এর আগে কখনও এই ধরনের সুবিশাল সেতু তৈরি হয়নি গোটা বিশ্বে। বৃহৎ এই সেতুর উদ্বোধন করে চিন কার্যত গোটা বিশ্বের মানচিত্রে আবার নতুন করে জায়গা করে নিল বলেই মনে করা হচ্ছে।

কবে থেকে এই সেতুর কাজ শুরু হয় চিনে

২০২১ সাল থেকে এই সেতু তৈরির কাজ শুরু হয় চিনে। শেষ হল ২০২৫ সালে। কাজ শেষের পর ২৮ সেপ্টেম্বর এই সেতু উদ্বোধন হয়।

গুইজ়োউর দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, পর্যটনের প্রসার এবং অর্থনৈতিক উন্নয়নকে মানদণ্ড করেই এই সুবিশাল সেতু তৈরি করা হয়েছে।

এটি লিউঝি-অ্যানলং এক্সপ্রেসওয়ের অংশ।

সুবিশাল এই উন্নত নির্মাণে ব্যবহৃত হয়েছে উন্নতমানের প্রযুক্তি। যার মধ্যে বায়ু প্রতিরোধ ব্যবস্থা অন্যম।

হুজিয়ান গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ, বেপানজিয়াং সেতুকে ছাড়িয়ে গিয়েছে। বিশ্ব জুড়ে যে ১০০টি সুউচ্চ সেতু রয়েছে, তার মধ্যে এই হুুজিয়ান গ্র্যান্ড ক্যানিয়ন অন্যতম।

দেখুন চিনের সেই বৃহৎ সেতুর ঝলক..

হুজিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন সেতু তৈরিতে কোন কোন  বিষয়ে আরও দ্রুত গতিপ্রাপ্ত হল চিন দেখুন...

আগে ক্যানিয়ন অতিক্রম করতে২,৩ ঘণ্টা সময় লাগত মানুষের। এই সেতু তৈরির ফলে ২ থেকে ৩ মিনিটের মধ্যে এই সীমানা অতিক্রম করা যাবে।

সেতুর নীচে তৈরি হয়েছে রামধনু রঙের জলপ্রপাত। যা এর আকর্ষণ তিনগুন বদ্ধি করেছে। ফলে পর্যটনের মাত্রা বৃদ্ধি করল বলেই মনে করা হচ্ছে।

এই সেতু চিনের দুর্গম এলাকাকে বিশ্বের অন্য নানা প্রান্তের সঙ্গে যুক্ত করল। যা অভূতপূর্ব এক জিনিস বলেই মনে করা হচ্ছে।