Plane Crash (Photo Credit: X/Screengrab)

চলতি বছরের আলাস্কায় (Alaska Plane crash) ভেঙে পড়ে এফ-৩৫। মার্কিন যুদ্ধ বিমান আকাশ থেকে উলটে পালটে গিয়ে মাটিতে পড়ে। ফলে মাটিতে বিমানটি ভেঙে পড়তেই সেটি দাউ দাউ করে জ্বলে ওঠে। ভেঙে পড়ার পর মার্কিন যুদ্ধ বিমানটি কার্যত আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

গত ২৮ জানুয়ারি আলাক্সার (Horrific Video Of  Plane Crash) ফেয়ারব্যাঙ্কে ওই ঘটনা ঘটে। আগুনের গোলার মত দাউ দাউ করে জ্বলতে জ্বলতে মার্কিন বিমানটি ভেহে পড়ে। তবে বিমান ভেঙে পড়তে পারে, এই আন্দাজ পেয়েই চালক কোনওক্রমে নিজেকে বাঁচিয়ে নীচে লাফ দেন। ফলে তাঁর শরীরের বেশ কিছু জায়গায় আঘাত লাগলেও তিনি প্রাণে বেঁচে যান। চালক লাফ দেওয়ার পরপরই বিমানটি আগুনে পুড়ে জ্বলে ছাই হয়ে যায়।

বিমানটি ভেঙে পড়ার কয়েক মাস পর, দুর্ঘটনার কারণ সামনে আসে। জানা যয়া, বিমানের তেলে জল জমে যায়। ফলে বিমানের ল্যান্ডিং গিয়ারে দেখা দেয় সমস্যা। এরপর গিয়ারটি পুরোপুরি সম্প্রসারিত হতে পারেনি। যা বিমানের চাকায় আঘাত করে এবং সেটি দাউ দাউ করে জ্বলে মাটিতে পড়ে ধ্বংস হয়ে যায়।

দেখুন আলাস্কায় বিমান ভেঙে পড়ার সেই মুহূর্ত...