Mexico Flood (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৯ জুলাই: টেক্সাসের (Texas Flood) পর এবার নিউ মেক্সিকো (Mexico Flood)। ভয়াবহ বন্যার (Horrific Flood Video) ছবি উঠে এল মেক্সিকোর রুইডসো-সহ একাধিক অঞ্চল থেকে। যেখানে বন্যার গতিতে ভেসে যেতে শুরু করে বাড়ি, ঘর থেকে শুরু করে মানুষজনও। বন্যা শুরু হলে, নদীর দল ২০ থেকে ৩০ ফুট পর্যন্ত উচ্চতা দিয়ে বইতে শুরু করে। যার জেরে নিউ মেক্সিকোর (New Mexico)  রুইডসোকে ধ্বংসলীলা শুরু হয়ে যায়। বন্য়ার যে গতি মেক্সিকোর মানুষ প্রত্যক্ষ করেন, তাতে ভয়াবহ ছবি উঠে আসে। দেখা যায়, বন্য়ার জলের সঙ্গে বাড়ি, ঘর সব ভেসে যেতে শুরু করেছে। শুধু তাই নয়, বন্যার স্রোত যখন বাড়ি, ঘর ভাসিয়ে নিয়ে যেতে শুরু করে, সেি সময় সেখানে কিছু মানুষও ছিলেন। যাঁরা ঘর থেকে বেরোতে পারেননি। ঘরের ভিতরে আটকে থাকা অবস্থায় ওই বাড়িগুলি জলের স্রোতে ধুয়ে যায়। ফলে যাঁরা ঘরের ভিতরে ছিলেন, তাঁরা প্রত্যেকে স্রোতের টানে ভেসে যান।

আরও পড়ুন: Texas Flash Flood: মা, প্রেমিকা, সন্তানকে ছাঁদে তুলতে গিয়ে হাতে গেঁথে গেল কাঁচ, বন্যার জল ভাসিয়ে নিয়ে গেল যুবককে, দেখুন মর্মান্তিক ভিডিয়ো

দেখুন মেক্সিকোর ভয়াবহ বন্যার ছবি...

 

মেক্সিকোর কোন কোন জায়গা বন্যায় ধরাশায়ী হয়েছে?

জানা যাচ্ছে,  মেক্সিকো সিটি, চিহুয়াহুয়া, পূর্ব মেক্সিকো এবং দক্ষিণ-পূর্ব মেক্সিকোয় বন্যার প্রভাব সবচেয়ে বেশি। জুনের শেষ দিক থেকে মেক্সিকোর এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়। যার জেরে মেক্সিকোর একাধিক অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। যে বন্যার স্রোতে ভূমিধসও শুরু হয় এবং ভেসে যায় বাড়িঘর, মানুষজনও। 

মেক্সিকোর বন্যার পিছনে কী কী কারণ রয়েছে 

জলবায়ুর পরিবর্তনও মেক্সিকোর বন্যার মূল কারণ হিসেবে মনে করছেন পরিবেশবিদরা। তীবির বন্যার জেরে বিভিন্ন অঞ্চলের মানুষ বর্তমানে পানীয় জলের সমস্যায়ও ভুগতে শুরু করেছেন।

এসবের পাশাপাশি মেক্সিকোর ভয়াবহ বন্যার জেরে ফসলের যেমন ক্ষয়ক্ষতি হয়েছে তেমনি মানুষের শরীর স্বাস্থ্যের উপরও প্রভাব পড়তে শুরু করেছে। মেক্সিকোয় বর্তমানে জলবাহিত রোগের পরিমাণ বেড়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে।