দিল্লি, ৭ জুলাই: টেক্সাসের (Texas Flood) বন্যা প্রাণ কাড়ছে বহু মানুষের। আগাম কোনও সতর্কতা না থাকায়, টেক্সাসের ভয়াবহ বন্যার হাত থেকে রক্ষা পাচ্ছেন না বহু মানুষ। ভয়াবহ এই বন্যায় মানুষের প্রাণ কীভাবে যেতে শুরু করেছে, তা না দেখতে পেলে নিজের চোখকে কেউ বিশ্বাস করতে পারবেন না। এবার তেমনই একটি মর্মান্তিক ঘটনার ছবি উঠে এল। যেখানে টেক্সাসের (Texas Flash Flood) বন্যায় প্রেমিকা,সন্তান, মা সবাইকে ছেড়ে চলে গেলেন এক যুবক। মা, প্রেমিকা এবং সন্তানদের প্রাণ বাঁচিয়ে বন্যার জলে ভেসে যান টেক্সাসের ওই যুবক।
জানা যায়, বন্যার জল যখন মৃত্যুর কালো অন্ধকার নামিয়ে ছুটে আসতে শুরু করে, সেই সময় পরিবারকে রক্ষা করতে গিয়ে রায়ানের হাত কেটে যায়। কাঁচের আঘাত কাটা হাত নিয়ে রায়ান মা, প্রেমিকা এনং সন্তানদের বাড়ির ছাদে তুলে দেন। যতক্ষণে পরিবারকে রক্ষা করেন রায়ান,ততক্ষণে তাঁর শরীরের বহু রক্ত ভেসে গিয়ে লাল হয়ে যায় জল।
পরিবারকে ছাদে তোলার পর রায়ান আর নিজের নিরাপদ জায়গায় যেতে পারেননি। অতিরিক্ত রক্ত ক্ষয় হওয়ায় রায়ানের শরীরে আর কোনও জ্ঞান ছিল না। তিনি বন্যার জলের তোড়ে ভেসে যান। মৃত্যু গ্রাস করছে দেখে রায়ান পরিবারকে শেষ কথা বলেন, আমি তোমাদের খুব ভালবাসি। তাই ছেলের মৃত্যুর কষ্ট বুকে নিয়ে বেঁচে রয়েছেন বৃদ্ধা মা। অসহায়ের মত দুই সন্তানকে নিয়ে দিনযাপন করছেন রায়ানের প্রেমিকা।
দেখুন সেই ভিডিয়ো যেখানে রায়ান তাঁর পরিবারকে বাঁচিয়ে দেন নিজের প্রাণের বলি দিয়ে...
27-year-old man dies while saving his fiancée, children & mom during the Texas flash floods
“I’m sorry, I’m not going to make it. I love y’all,” were Julian Ryan’s last words.
When Ryan realized 911 wouldn’t be able to save them in time as water rushed into the home, he punched… pic.twitter.com/SPAM3OSNgL
— Collin Rugg (@CollinRugg) July 6, 2025
টেক্সাসের বন্যায় এখনও পর্যন্ত ৮২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে ২৮ জন মহিলা। শিশুও রয়েছে বেশ কিছু। এমন খবরও মেলে। অর্থাৎ টেক্সাসের ভয়াবহ বন্যার জেরে রেয়াত পাচ্ছেন না সেখানকার মানুষজনের কেউই।