Donald Trump, Angelina Jolie. (Photo Credits:X)

Trump Free Speech: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-কে নিয়ে দেশবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। আর সেই ক্ষোভের প্রতিফলন ধরা পড়ল হলিউড তারকাদের মধ্য়ে। হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি (Angelina Jolie) তো বলেই দিলেন, তিনি এখন আর তাঁর নিজের দেশ আমেরিকাকেই চিনতে পারছেন না। আমেরিকার উদারতা, বাক স্বাধীনতা (Free Speech), সহনশীলতা সবই এখন ট্রাম্পের আমলে উধাও হয়ে গিয়েছে বলে জানান জোলি। তাঁর হয়ে জোর প্রচার করা কট্টরপন্থী নেতা চার্লি কার্কের হত্যা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভাজনের রাজনীতি করছেন, বাক স্বাধীনতায় বড় আঘাত হানছেন। এমনই অভিযোগ মার্কিন বুদ্ধিজীবী, শিল্পীমহল।

জিমি কিমেলের লাইভ শো বাতিল নিয়ে ট্রাম্পের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

চার্লি কার্কের হত্য়া নিয়ে মন্তব্যের জেরে জনপ্রিয় কমেডিয়ান জিমি কিমেলের টিভি শো বাতিল নিয়ে ট্রাম্পের ভূমিকা ও মন্তব্যের পর হলিউড তারকারা গর্জে উঠেছেন। ডিজনি'র 'জিমি কিমেল লাইভ!' অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্তকে কড়া ভাষায় নিন্দা করলেন হলিউডের তারকারা।

ট্রাম্পের বিরুদ্ধে গর্জে উঠলেন হলিউড তারকারা

ট্রাম্পের বিরুদ্ধে একযোগে সরব টম হ্য়াঙ্কস থেকে সেলেনা গোমেজ-রা

এদিন অস্কার জয়ী অভিনেতা টম হ্য়াঙ্কস থেকে কিমবদন্তি রবার্ট ডি নেরো, জনপ্রিয় সঙ্গীত শিল্পী সেলেনা গোমেজ, অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন সহ শতাধিক হলিউড তারকারা ট্রাম্পের বিরুদ্ধে বাক স্বাধীনতার পক্ষে সওয়াল করে খোলা চিঠি লিখে লিখলেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন বাক স্বাধীনতার পক্ষে সবচেয়ে অন্ধকারতম সময় চলছে বলে হলিউড তারকারা খোলা চিঠিতে লিখেছেন।

দেখুন কী বললেন তারকা অভিনেত্রী অ্য়াঞ্জেলিনা জোলি

অ্য়াঞ্জেলিনা জোলির বড় দাবি

অন্যদিকে, স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে তার ছবির প্রচারে গিয়ে অ্যাঞ্জেলিনা জোলি বললেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বাক স্বাধীনতা বন্ধ হয়ে যেতে বসেছে। এটা খুবই উদ্বেগের বিষয়। "এখন আমি আমার নিজের দেশকেই চিনতে পারছি না।" ট্রাম্পের নাম না নিয়ে প্রেসিডেন্টকে তোপ দেগে এমন কথাই বললেন জোলি।