ইজরায়েল হামাস যুদ্ধে প্যালেস্তাইনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজারেরও বেশি। প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এমন তথ্য। স্বাস্থ্য মন্ত্রকের মুখপত্র আশরাফ আল কেদরা সোমবার জানিয়েছেন, ২০৮ প্যালেস্তানীদের দেহ বিগত ২৪ ঘন্টায় হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ৪১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মোট ১৮২০৫ জন প্যালেস্তানীয়ের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৪৯ হাজার ৬৪৫ জন।
অপরদিকে ইজরায়েলে মোট মৃত্য হয়েছে ১২০০ নাগরিকের। এর পাশাপাশি ইজরায়েল প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে জানা হয়েছে যে স্থল অভিযানে নেমে মোট ১০১ জন ইজরায়েলি সেনার নিহত হয়েছেন এই যুদ্ধে।
হামাসের সঙ্গে যুদ্ধে লড়ে সাধারণ মানুষের ওপরেই বেশি হত্যা কান্ড চালিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী। যাএখনও পর্যন্ত বন্ধ করা যায়নি।
The Ministry of Health in #Gaza has announced that the Palestinian death toll in the Gaza Strip has exceeded 18,000 as a result of the #Hamas-Israel conflict since October 7.
Ministry spokesman Ashraf al-Qedra said on Monday during a press conference that the bodies of 208 dead… pic.twitter.com/J5bHBEtIzx
— IANS (@ians_india) December 12, 2023