Iran Gunman Attack (Photo Credits: X)

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পুলিশ স্টেশনে রাতের অন্ধকারে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সন্দেহভাজন সদস্যরা। সিস্তান ও বালুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলী রেজা মারহেমাতি (Ali Reza Marhemati) বলেন, তেহরান থেকে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার (৮৭৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে রাস্ক শহরে রাত ২টোর হামলায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সৈনিকরা নিহত ও আহত হয়েছেন। তিনি বলেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় টিভি এ হামলার জন্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ আল-আদলকে (Jaish al-Adl) দায়ী করেছে। ২০১৯ সালে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর ২৭ সদস্যকে হত্যাকারী বাসে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করে জইশ আল-আদল। Houthi Drone Attack: ইজরায়েলের পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালানোর দাবি ইরানের মদতপুষ্ট হুতি জঙ্গিদের

সাম্প্রতিক মাসগুলোতে সুন্নি অধ্যুষিত অঞ্চলে জঙ্গি ও ছোট ছোট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সরকারের বিরুদ্ধে নিম্ন পর্যায়ের বিদ্রোহের অংশ হিসেবে পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে। আসলে সিস্তান ও বালুচিস্তান প্রদেশ ইরানের স্বল্পোন্নত অঞ্চলগুলোর একটি। তেহরানের এখানেই মাহাসা আমিনি নামে ২২ বছর বয়সী এক নারীকে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় দেশব্যাপী বিক্ষোভের পর সমাবেশে ব্যাপক অভিযান চালানো হয়।

দেখুন ভিডিও