ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পুলিশ স্টেশনে রাতের অন্ধকারে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সন্দেহভাজন সদস্যরা। সিস্তান ও বালুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলী রেজা মারহেমাতি (Ali Reza Marhemati) বলেন, তেহরান থেকে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার (৮৭৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে রাস্ক শহরে রাত ২টোর হামলায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সৈনিকরা নিহত ও আহত হয়েছেন। তিনি বলেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় টিভি এ হামলার জন্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ আল-আদলকে (Jaish al-Adl) দায়ী করেছে। ২০১৯ সালে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর ২৭ সদস্যকে হত্যাকারী বাসে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করে জইশ আল-আদল। Houthi Drone Attack: ইজরায়েলের পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালানোর দাবি ইরানের মদতপুষ্ট হুতি জঙ্গিদের
সাম্প্রতিক মাসগুলোতে সুন্নি অধ্যুষিত অঞ্চলে জঙ্গি ও ছোট ছোট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সরকারের বিরুদ্ধে নিম্ন পর্যায়ের বিদ্রোহের অংশ হিসেবে পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে। আসলে সিস্তান ও বালুচিস্তান প্রদেশ ইরানের স্বল্পোন্নত অঞ্চলগুলোর একটি। তেহরানের এখানেই মাহাসা আমিনি নামে ২২ বছর বয়সী এক নারীকে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় দেশব্যাপী বিক্ষোভের পর সমাবেশে ব্যাপক অভিযান চালানো হয়।
দেখুন ভিডিও
Gunmen Attack on Police Station in Iran's Sistan and Baluchestan Province
Jaish ul-Adl claims responsibility; 12 officers killed, 7 wounded. pic.twitter.com/qe2xcNaXbA— MonitorX (@MonitorX99800) December 15, 2023