ডারবান, ৮ জুন: প্রতারণার অভিযোগে সাতবছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) প্রপৌত্রী আশিসলতা রাম গোবিন্দ৷ দক্ষিণ আফ্রিকার ডারবানের স্পেশালাইজড কমার্শিয়াল ক্রাইমকোর্ট আজ এই সাজা শুনিয়েছে৷ এই দক্ষিণ আফ্রিকার মাটি থেকেই একদিন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী৷ কালো মানুষদের অধিকার রক্ষায় তাঁর সহিংস আন্দোলন যুগে যুগে দেশকাল ভেদে বরণীয়৷ সেই তাঁরই প্রপৌত্রী কিনা জালিয়াতির মামলায় জেলে যাচ্ছেন? এই খবর প্রকাশ্যে আসতেই আলোড়ন পরেছে৷ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আশিসলতার মা ইলা গান্ধী বিখ্যাত মানবাধিকার কর্মী৷ ইলা গান্ধী মণিলাল গান্ধীর মেয়ে৷ আর মণিলাল গান্ধী মহাত্মা গান্ধীর দ্বিতীয় সন্তান৷ ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর নন ভায়োলেন্স’ একটি সংস্থা গড়ে কাজ শুরু করেছিলেন ইলা গান্ধী৷ তিনি দাদু মহাত্মা গান্ধীর পথেই জীবন উৎসর্গ করেন৷ আরও পড়ুন-Fire At Madan Mitra’s House: মদন মিত্রর ভবানীপুরের বাড়িতে আগুন, বাইরেই অক্সিজেন সাপোর্টে বিধায়ক
আর তাঁরই মেয়ে আশিসলতা রামগোবিন্দ আজ আর্থীক দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে সাত বছরের কারদণ্ডে দণ্ডিত হয়েছেন৷ জানা গেছে, এস আর মহারাজ নামে এক ব্যবসায়ীর কাছ থকে ৬২ লাখ টাকা ধার নিয়েছিলেন মাল রপ্তানির নামে৷ সেই টাকা তিনি পরিশোধ না করায় এস আর মহারাজ আশিসলতার নামে মামলা দায়ের করেন৷ ২০১৫ সালে মামলার শুনানিতে ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে কোনওরকমে রক্ষা পান তিনি৷ নিউ আফ্রিকা অ্যালায়েন্স ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার্স নামক সংস্থার মালিক এস আর মহারাজ৷ মূলত পোশাক আশাক আমদানি রপ্তানিতে যুক্ত এই সংস্থা প্রয়োজন অন্য সংস্থাকে ঋণও দেয়৷
এই এস আর মহারাজের কাছে সাহায্যের আবেদন নিয়ে এসেছিলেন আশিসলতা রামগোবিন্দ৷ সেই সময় ওই ব্যবসায়ীকে আশিসলতা বলেছিলেন নেট কেয়ার নামের এক আফ্রিকান হাসপাতালকে তাঁর সংস্থা তিন কন্টেনার ভর্তি লিনেনের কাপড় দিয়েছে৷ তবে শুল্ক মেটাতে না পারায় বন্দর থেকে সেই কন্টেনার নামানো যাচ্ছে না৷ গান্ধী পরিবারের ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল এস আর মহারাজ আশিসলতা গোবিন্দকে ৬২ লাখ টাকা দিতে রাজি হয়ে যান৷ পরে জানতে পারেন, কোনও কাপড়ের কন্টেনার আসেনি, সবটাই ভুয়ো৷ এবার তিনি আদালতে মামলা দায়ের করেন৷ এতদিনে তার রায় মিলল৷