নয়াদিল্লিঃ হাইকোর্টের (High Court)আইনজীবীর (Lawyer) পরিচয় দিয়ে একের পর এক যুবককে প্রেমের জালে ফাঁসিয়ে টাকা (Money) হাতানোর অভিযোগ। পুলিশের (Police) জালে প্রতারক মহিলা। উত্তরাখণ্ড থেকে গ্রেফতার মহিলা। জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম অঙ্কিতা শর্মা। নিজেকে এই নামেই পরিচয় দিতেন ওই মহিলা। হাইকোর্টের আইনজীবী হিসেবে নিজেকে পরিচয় দিতেন। একের পর এক যুবককে কথার জালে ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা হাতানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কমপক্ষে ৫০ জন তুরুণকে এভাবে ঠকিয়েছেন তিনি, এমনটাই পুলিশ সূত্রে খবর।
টাকাপয়সা লুটের অভিযোগ, পুলিশের জালে প্রতারক মহিলা
সম্প্রতি এই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দীপক কাক্কড় নামের এক ব্যক্তি। দীপক সুন্ধরা ভূরারানি রোডের বাসিন্দা। তাঁর অভিযোগ, কিছুদিন আগে অঙ্কিতার সঙ্গে আলাপ হয় তাঁর। ধীরে ধীরে সম্পর্ক গভীর হলে দীপককে বিয়ের প্রস্তাব দেন অঙ্কিতা। তাতে দীপক রাজি না হলে ৩০ লক্ষ টাকা দাবি কওরে অঙ্কিতা। মিথ্যে প্রেমের জালে ফাঁসিয়ে নানারকম হুমকি দিয়ে ওই টাকা আদায় করার চেষ্টা করে অঙ্কিতা। এমনকী তাঁকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন দীপক নামে ওই ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতে অঙ্কিতাকে খুঁজে বের কওরে গ্রেফতার করে পুলিশ। ধৃত অঙ্কিতার থেকে ৫০ হাজার নগদ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পরে তদন্তে নেমে জানা যায় এই মহিলার বিরুদ্ধে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন থানা মিলিয়ে মোট ১৮ টি অভিযোগ আগে থেকেই দায়ের রয়েছে।
আইনজীবী সেজে মিথ্যে প্রেমের জালে যুবকদের ফাঁসিয়ে টাকাপয়সা লুট, অবশেষে পুলিশের জালে প্রতারক অঙ্কিতা
Ankita from Rudrapur, Uttarakhand posed as a High Court lawyer to trap Deepak Kakkar. She faked marriage, demanded ₹30 lakh, and threatened false criminal charges.
He reported her. She was arrested.
Men deserve protection too.#MensRights #FalseAllegations #Looteridulhan pic.twitter.com/Carz2NnZ43
— Shadow Knight SIFF (@justiceformenz) June 8, 2025