প্রতীকী ছবি (Photo Credits: File Image)

বার্লিন, ২৪ অগাস্টঃ জার্মানির (Germany) সোলিংজেনে (Solingen) যখন উৎসবে মেতে স্থানীয়রা ঠিক তখনই চলল এলোপাথাড়ি ছুরির হামলা। শুক্রবার রাতে পশ্চিম জার্মানির সোলিংজেনে বসেছিল উৎসবের আসর। সেই উৎসবের রাতেই এক ব্যক্তি হামলা করে বলে অভিযোগ উঠেছে। ছুরির হামলায় ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বহু। রাতের উৎসবের মাঝে ছুরির হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় ৯টা ৪৫ নাগাদ এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি উৎসবে মুখরিত রাস্তার মাঝে হামলা চালায়। শহরের ৬৫০তম বার্ষিকী উদযাপন করতেই উৎসবে মেতে উঠেছিলেন শহরবাসী। হামলার জন্যে উৎসবের রাতকেই বেছে নিয়েছিল ওই দুষ্কৃতী। উৎসবের অংশ হিসাবে শহরের মার্কেট স্কোয়ারে একটি লাইভ ব্যান্ডের অনুষ্ঠান চলছিল। সেখানে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেই ভিড়ের মধ্যে ঢুকে উন্মত্তের মত ছুরি চালানোর অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন সোলিংজেনের মেয়র।

সোলিংজেন হল নেদারল্যান্ডের সীমান্তে অবস্থিত জার্মানির একটি অংশ। এখানে বিপুল জনবসতি রয়েছে। এদিকে জার্মানিতে ছুরির হামলা কিংবা গুলি চালানোর ঘটনা অন্যান্য পশ্চিমী দেশের তুলনায় অনেকটাই বিরল। ছুরি কিংবা অন্য কোন আগ্নেয়াস্ত্র বহন করা জার্মান সরকারের আইন বিরুদ্ধ। ফলে এই নির্মম হত্যাকাণ্ড ঘিরে জার্মানিতে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত পলাতক। তার খোঁজ চলছে।

এর আগে জুন মাসে দক্ষিণপন্থী বিক্ষোভে হামলার সময় জার্মানির ম্যানহেইমে ছুরির হামলায় এক ২৯ বছর বয়সী পুলিশ কর্মীর মৃত্যু হয়েছিল। তারও আগে ২০২১ সালে ট্রেনে ছুটির হামলা চলেছিল। তাতে বেশ কয়েকজন আহত হয়েছিলেন।