৭ মে,২০১৯: রবিন হুডের (Robin Hood)গল্প জানা নেই এমন ব্যক্তি মেলা দুষ্কর। দুঃসাহসি, শাসক বিরোধী, গরিবের মসিহা সেই রবিন হুডকে নিয়ে সিনেমা হয়েছে ঠিকই বাস্তবে তার অস্তিত্ব পাওয়া যায়নি। কিন্তু স্পেনের ছোট্ট গ্রাম (Spanish Village)ভিল্লারামাইলে গত কয়েত সপ্তাহ ধরে অদ্ভুত কাণ্ড ঘটছে। গ্রামবাসীদের দাবি সেই কাণ্ড ঘটাচ্ছে রবিন হুড। প্রায় ১৫ জন বাসিন্দা খামে করে ১০০ ইউরোর নোট পেয়েছেন। বাকি বাসিন্দারাও এই খাম পাবেন। গ্রামের ৮০০ জন বাসিন্দাকে কে এই টাকা পাঠাচ্ছে এই সন্দেহ দানা বেঁধেছে। গ্রামবাসীদের দাবি রবিনহুড টাকা পাঠাচ্ছেন।
তাঁদের কথায়,খয়েরি রঙের খামে করে টাকা বাড়ির উঠোনে কেউ ফেলে দিয়ে যাচ্ছেন। কেউ কেউ আবার টাকার সঙ্গে ছোট চিঠিও পেয়েছেন। যাতে লেখা, ‘বাড়ির রাজকন্যার জন্য’, সঙ্গে ছোট একটি হৃদয় আঁকা। মেয়র জানিয়েছেন, যাঁদের বাড়িতে টাকা আসছে তারা সকলেই দুঃস্থ, অসহায়। রোজগারের তেমন সংস্থান নেই।