People Of Gaza (Photo Credit: X)

দিল্লি, ৩০ জুন: মার্কিন (US Aid) সাহায্য পৌঁছল গাজ়ায়। যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্তিনীয় (Palestine) শহরে পৌঁছল মার্কিন সাহায্যের গাড়ি। যা দেখে উচ্ছ্বসিত গাজা়র মানুষ। যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ডে মার্কিন সাহায্য পৌঁছতেই 'আই লভ ইউ ডোনাল্ড, আই লভ ইউ ট্রাম্প' বলে মানুষজন চিৎকার শুরু করেন। ভালবাসা দেখাতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্টকে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral Video) হয়ে যায়।

আরও পড়ুন: Iran's Fatwa Against Trump, Netanyahu: 'আল্লাহর শত্রু', ট্রাম্প, নেতানিয়াহুর বিরুদ্ধে ফতেয়া ইরানের

দেখুন মার্কিন সাহায্য পৌঁছতেই গাজ়ার মানুষের উচ্ছ্বাস...

 

সম্প্রতি গাজ়া (Gaza) ভূখণ্ডকে আমেরিকার আওতায় আনা হবে বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুধু তাই নয়, গাজ়ায় যে অনাহার শুরু হয়েছে, তা রুখতেই ওই পদক্ষেপ জরুরি বলে দাবি করেন ট্রাম্প। এ বিষয়ে একটি ভিডিয়োও প্রকাশ্যে আসে। যেখানে দেখানো হয়, ট্রাম্প যদি গাজ়াকে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে আনেন, তাহলে সেখানে উন্নতির জোয়ার বইবে। বহুতল থেকে শুরু করে সমুদ্র, সৈকত পালটে যাবে গাজ়ার ছবি।

তবে যে দাবিই করুন না কেন, ইজরায়েল, আমেরিকার এই গাজ়া দখলের দাবিকে ভাল চোখে দেখেনি বিশ্বের বহু দেশ। যা নিয়ে গোটা বিশ্ব জুড়ে জোর চর্চা শুরু হয়। অবশেষে মার্কিন সাহায্য গৌঁজায় পৌঁছে দিল ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকার।