Situation Of Gaza (Photo Credit; X/Screengrab)

গাজ়া (Gaza Peace Deal) শান্তি চুক্তির জন্য পদক্ষেপ করা হচ্ছে। হামাস এবং ইজরায়েলের মধ্যে যে শান্তি চুক্তি হচ্ছে, তা ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। এবার এমনই দাবি করা হল আরবের সংবাদমাধ্যমের তরফে। হামাস এবং ইজরায়েলের মাঝে চুক্তি করিয়ে গাজ়ায় শান্তি নামানোর যে প্রক্রিয়া, তা ইতিমধ্যেই শুরু হয়েছে বলে দাবি আরব মিডিয়ার।

প্রসঙ্গত গাজ়ার শান্তি চুক্তি নিয়ে বৃহস্পতিবার সকালে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে গাজ়ার শান্তি চুক্তি ফলপ্রসূ করতে ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ নিয়েছেন, তা ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন মোদী। পাশাপাশি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়হুর প্রশংসাও করেন ভারতের প্রধানমন্ত্রী।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস হামলা চালায় ইজরায়েলে। ওই হামলায় ১৪০০ মানুষকে হত্যা করা হয়। সেই সঙ্গে অপহরণ করা হয় ২০০-র বেশি মানুষকে। ৭ অক্টোবর হামাসের হামলার পরপরই পালটা হানাদারি শুরু করে ইজরায়েল। গাজ়ায় ক্রমাগত যে হামলা ইজরায়েলের তরফে চালানো হয়, তার জেরে ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি প্যালেস্তাইনের।

আরও পড়ুন: PM Narendra Modi On Gaza: গাজ়ার শান্তি চুক্তির দিকে এগোচ্ছেন ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে কী বললেন মোদী, 'বন্ধু' নেতানিয়াহুকে নিয়েও মন্তব্য প্রধানমন্ত্রীর

গাজ়ার শান্তি চুক্তি ফলপ্রসূ হল...