French President Emmanuel Macron (Photo Credit: Instagram)

দিল্লি, ২৭ মে: স্ত্রীর হাতে চড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট (French President Emmanuel Macron)। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মারকনের এমনই একটি ভিডিয়ো নিয়ে সোমবার থেকে জোর চর্চা শুরু হয়ে যায়। যেখানে ভিয়েতনামের হানোইয়ে যাওয়ার পথে বিমানের ভিতরে মারকনকে চড় মারতে দেখা যায়। হানোইয়ের পথে বিমানের মাঝে মারকনকে কেন চড় মারলেন তাঁর স্ত্রী, সেই ভিডিয়ো নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। মারকনের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই, তা নিয়ে মশকরা করা হয় রাশিয়ার তরফে।

রাশিয়ার (Russia) বিদেশ মন্ত্রকের তরফে লেখা হয়, 'মারকনকে কড়া টাইট দিয়েছেন তাঁর স্ত্রী'। রুশ টিভিতেও মারকনের স্ত্রীর ওই চড় মারার দৃশ্য ফলাও করে দেখানো হয়। সেই সঙ্গে রুশ বিদেশ মন্ত্রকের তরফে মারকনের ভিডিয়ো নিয়ে যেমন কটাক্ষ করা যায়, তেমনি হাসির রোল ওঠে সেখানে। ফলে ফরাসি প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রীর ভিডিয়ো ভাইরাল হওয়ার পিছনে রাশিয়ার হাত রয়েছে কি না, তা নিয়ে গোটা বিশ্ব জুড়ে প্রশ্ন উঠতে শুরু করে। প্রসঙ্গত রাশিয়ার একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তরফে মারকনের ভিডিয়ো তুলে ধরে ফ্রান্সের প্রেসিডেন্টকে নিয়ে হাসাহাসি শুরু করা হয়।

আরও পড়ুন: Emmanuel Macron: বিমান থেকে নামার সময় স্ত্রীর হাতে চড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, দেখুন ভিডিয়ো

দেখুন সেই ভিডিয়ো যেখানে স্ত্রীর হাতে চড় খেতে দেখা যায় ইমানুয়েল মারকনকে...

 

 

View this post on Instagram

 

এদিকে স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ হয়নি। এমনই দাবি করেন মারকন। স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক স্বাভাবিক বলেও মারকনের তরফে দাবি করা হয়। তবে ফরাসি প্রেসিডেন্ট যে দাবিই করুন না কেন, স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক যে প্রশ্নের মুখে, সে বিষয়ে চর্চা করতে ছাড়ছে না আন্তর্জাতিক মহল।