
Brigitte Macron: দুনিয়ার অন্যতম প্রভাবশালী ব্যক্তি হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে থামাতে ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত টেক্কা দিচ্ছেন ম্যাক্রোঁ (Macron)। ফরাসি রাজনীতির জটিল অঙ্ক মিলিয়ে যাঁকে দুনিয়ার অন্যতম দুঁদে রাজনীতিবিদের তকমা পান। সেই ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁও আর পাঁচজন বিবাহিত পুরুষের মত সমস্যায় পড়লেন। দেশ-দুনিয়ায় তুমি যতই ক্ষমতাবান হও, সংসারে চাবিকাঠি, রাশ সবটাই থাকে স্ত্রী-র ওপর। সেই অঘোষিত নিয়মটা খাটল ইউরোপের চালিকাশক্তি ফ্রান্সের সবচেয়ে ক্ষমতাবান মানুষটার ওপরেও।
ভিয়েতনাম সফরে গিয়ে হ্যানইয়ের বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টের বিমান তখন সবে ল্যান্ড করছে। ভিয়েতনামের মন্ত্রী, আমলারা বিমানবন্দরে রেড কার্পেট বিছিয়ে তাঁকে স্বাগত জানানোর অপেক্ষায়। রীতি মেনে প্রেসিডেন্টের বিমানের দরজা খুলতেই দেখা গেল অবাক কাণ্ড। প্রেসিডেন্ট নিজেও বুঝতে পারেননি, তাঁর অসর্তকতায় ক্যামেরায় ধরা পড়ে যাবে এক ভাইরাল মুহূর্ত । ভিডিয়োতে সাফ দেখা গেল, বিমান থেকে নামার প্রস্তুতি নেওয়া প্রেসিডেন্ট ম্যাক্রোঁর গালে ধেয়ে এল একটা হাত। যে হাতটা প্রেসিডেন্টের গালে সপাটে আঘাত করল, তিনি লাল রঙের পোশাক পরে আছেন, এবং মহিলা। সতর্ক প্রেসিডেন্ট বুঝতে পেরে যান, তখন বিমানের দরজা খুলে গিয়েছে। অপ্রস্তুত অবস্থাতেই তিনি কোনওরকমে হাত নেড়ে ওঠেন। কিছুক্ষণ পরেই বিমানের সিঁড়ি দিয়ে নামার সময় বোঝা যায়, প্রেসিডেন্টের গালে যিনি চড় কষিয়ে ছিলেন তিনি তাঁর স্ত্রী ব্রিজিত মেরি-ক্লাউডিয়া ম্যাক্রোঁ (Brigitte Macron)।
দেখুন ম্য়াক্রোঁর অস্বস্তির মুহূর্ত
🇫🇷MACRON GETS FACEPALMED BY HIS WIFE
As he landed in Vietnam, cameras caught Brigitte Macron reaching out and shoving his face just before he stepped off the plane.
The French president looked momentarily stunned before smoothing it over with a wave.
His office first denied… pic.twitter.com/BmVZBX450q
— Mario Nawfal (@MarioNawfal) May 26, 2025
ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত আগে শিক্ষকতা করতেন। ঘনিষ্ঠরা বলেন, তাঁর মেজাজটা খুব রাগী। আরও একটা বড় কথা হল, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েলের চেয়ে প্রায় ২৫ বছর বড় তাঁর ব্রিজিত। ফরাসি প্রেসিডেন্টের বয়স এখন ৪৭, সেখানে তাঁর স্ত্রী ৭২ বছরের বয়স্ক।