French Farmers Protests in Paris (Photo Credi: X)

নয়াদিল্লি: ফ্রান্সের (French) কৃষক আন্দোলন বড় আকার ধারণ করেছে। এদিকে ভারতে কৃষক আন্দোলনের (Farmers Protests) জেরে বিপাকে শাসকদল, প্রায় একই চিত্র দেখা যাচ্ছে ফ্রান্সেও। ভারতের মতোই সেদেশের কৃষকরাও নিজেদের দাবি জানিয়ে রাস্তায় নেমেছেন। আরও পড়ুন: Israel-Hamas War: খাবারের জন্য গাজায় অপেক্ষায় অসহায়রা, ইজরায়েলের বিস্ফোরণে নিহত ১০০

সম্প্রতি প্যারিসে কৃষক মেলার ভিতরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে কৃষকদের। সে দেশের কৃষকরা প্রতিবাদ জানিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পদত্যাগ দাবি করেন। সেদিনের বিক্ষোভে বহু কৃষককে গ্রেফতার করা হয়। আজ ফরাসি কৃষকরা প্যারিসের বিখ্যাত আর্ক ডি ট্রায়ম্ফ (Arc De Triomphe) স্মৃতিস্তম্ভের কাছে ট্র্যাক্টর ও খড় দিয়ে পথ আটকে বিক্ষোভ শুরু করেছেন।

দেখুন ভিডিও

ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলির বাইরে থেকে সস্তায় কৃষিজ দ্রব্য আমদানির প্রতিবাদে গোটা ইউরোপ জুড়ে কৃষকরা গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালাচ্ছে।