গ্রেনোবল, ১২ ডিসেম্বর: ১৯৬৬ সালের ২৪ জানুয়ারি ফ্রান্সের মন্ট ব্ল্যাঙ্ক (Mont Blanc) সামিটের কাছে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Plane)। এয়ার ইন্ডিয়ার ওই বোয়িং-৭০৭ বিমানটির নাম ছিল ‘কাঞ্চনজঙ্ঘা’। মুম্বই-জেনেভা ওই বিমানের ১১৭ জন যাত্রীর মৃত্যু হয়। মৃতদের তালিকায় ছিলেন ভারতের পরমাণু বিজ্ঞানী হোমি জাহাঙ্গির ভাভা (Homi Jehangir Bhabha)। ২০১৩ সালে মন্ট ব্ল্যাঙ্ক হিমবাহে বিমানের ধ্বংসস্তূপ (Crash Site) থেকে একটি ধাতুর তৈরি বাক্স খুঁজে পান এক ফরাসি পর্বতারোহী। সেই বাক্সের ভিতরে ছিল পান্না, রুবি এবং নীলকান্তমণির ভান্ডার। সম্প্রতি সেই মূল্যবান সম্পদের ভান্ডার ওই পর্বতারোহী ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ২০১৩ সালে পর্বতারোহণে গিয়ে মূল্যবান পাথরভর্তি ওই বাক্সে হোঁচট খেয়েছিলেন। তিনি সেই বাক্স সঙ্গে করে নিয়ে যান। পরে খুলে দেখেন তার মধ্যে রয়েছে পান্না, রুবি এবং নীলকান্তমণি। এরপর এই পর্বাতোরোহী ওই বাক্স পুলিশের হাতে তুলে দেন। চ্যামোনিক্সের মেয়র এরিক ফোর্নিয়ার (Chamonix mayor Eric Fournier) এএফপিকে বলেন, "এই সপ্তাহে পাথরগুলি ভাগ করে নেওয়া হয়েছে সমান ভাবে। যার মূল্য প্রায় ১৫০.০০০ ইউরো। মেয়র এরিক আরও জানিয়েছেন যে আগামী রবিবার ১৯ ডিসেম্বর ভারতের রত্নগুলি প্রদর্শন করবে। আরও পড়ুন: Tornado Hits US state of Kentucky: আমেরিকায় ভয়াবহ টর্নেডো, কেন্টাকিতে অন্তত ৫০ জনের মৃত্যু
১৯৬৬ সালের জানুয়ারিতে বিমান দুর্ঘটনার পর তদন্তকারীরা এক বছরেরও বেশি সময় ধরে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করেছিলেন। তদন্তে উঠে আসে, বিমানের পাইলট ভেবেছিলেন যে তিনি পর্বতমালা পেরিয়ে এসেছেন, তাই ল্যান্ড করার জন্য বিমান নিচে নামান। যদিও এয়ার ট্র্যাফিক কন্ট্রোল পাইলটকে বিমানের প্রকৃত অবস্থান জানিয়েছিলেন। যদিও পাইলট ভুল করেন।