প্রতীকী ছবি

বাকু: রিসোর্টে (Resort) আনন্দ উপভোগ করতে জড়ো হয়েছিল কিছু মানুষ। আচমকা সেখানে আগুন লেগে মৃত্যু হল কমপক্ষে চারজনের। জখম হয়েছেন আরও ৬ জন। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে আজারবাইজানের (Azerbaijan) কিউসার (Qusar) শহরে।

আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, রবিবার আজারবাইজানের কিউসার শহরে ২৪০ বর্গমিটার এলাকাজুড়ে থাকা দুতলা বিশিষ্ট কাঠের তৈরি পার্ক কিউসার রিসোর্ট কমপ্লেক্সে (Park Qusar resort complex) আগুন লেগে যায়। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আগেই পুরো ভস্মীভূত হয়ে যায় রিসোর্টটি।

প্রাথমিকভাবে জানা গেছে, কাঠের একটি বার্নার (wood burner) থেকে আগুন লেগে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটে যায়। ঘটনাস্থল থেকে চারজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকি ৬ জনকে আগুনে পোড়া অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত চলছে।