Four-Day Week: ডোমিনিকান রিপাবলিকের পর এবার জার্মানিতে ৪ দিনের কর্মসপ্তাহ শুরু হচ্ছে
Calendar (Photo Credit: Pixabay)

নয়াদিল্লি: ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জের ডোমিনিকান রিপাবলিক (Dominican Republic)-এর পর এবার চার দিনের কর্ম সপ্তাহ (Four-Day Week) শুরু করছে জার্মানি (Germany)। দেশটি আগামী ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে ৪ দিনের কর্মসপ্তাহ শুরু করছে। এই প্রকল্পটি আগামী ছয় মাস চলবে। দেশটির প্রায় ৪৫টি কোম্পানি এই পরীক্ষামূলক প্রকল্পে অংশ নিচ্ছে। জার্মানি তাদের শ্রমিকসংকটের কথা বিচার করেই এই পরীক্ষামূলক প্রকল্প চালু করছে।

আরও পড়ুন: Saudi Arabia Warns Israel : ইজরায়েলকে আর্ন্তজাতিক আইনকে সম্মান জানানোর পরামর্শ সৌদি আরবের

উল্লেখ্য, ডোমিনিকান রিপাবলিক দেশেটিও ফেব্রুয়ারি থেকে আগামী ছয় মাসের জন্য এই নতুন প্রকল্প চালু করবে। ফেব্রুয়ারি থেকে সপ্তাহে কর্মঘণ্টা ৪৪ ঘণ্টা থেকে ৩৬ ঘণ্টা করা হবে। দেশের কর্মীদের স্বাস্থ্য ও তাঁদের অন্যান্য সুযোগ সুবিধার কথা মাথায় রেখে এবং কাজের উৎপাদনের কথা বিবিবেচনা করে তারা ছয় মাসের এই পরীক্ষামূলক প্রকল্প বেঁছে নিয়েছে।