![](https://bnst1.latestly.com/uploads/images/2025/01/29-164.jpg?width=380&height=214)
নয়াদিল্লি: কম্বোডিয়ার প্রাক্তন বিরোধী সাংসদ ও ফরাসি নাগরিক লিম কিমিয়া (Lim Kimya) ব্যাংককে গুলিবিদ্ধ হয়ে নিহত (Shot Dead)। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে, যখন ৭৪ বছর বয়সী কিমিয়া কম্বোডিয়ার সিমরিপ থেকে বাসে করে ব্যাংককে যাচ্ছিলেন। সেসময় মোটরসাইকেলে করে দুই হামলাকারী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। থাই পুলিশ কিমিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং হত্যার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।
লিম কিমিয়া ২০১৩ সালে কম্বোডিয়ার সাধারণ নির্বাচনে বিরোধী দল কম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টি (CNRP) থেকে এমপি নির্বাচিত হন। দলটি ২০১৭ সালে আদালতের আদেশে বিলুপ্ত হয়ে যায়, তারপরে অনেক বিরোধী নেতাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। লিম কিমিয়া বলেছিলেন, ‘আমি কখনই রাজনীতি ছাড়ব না।’ ফ্রান্সের নাগরিক হওয়া সত্ত্বেও তিনি দেশ ছেড়ে যেতে অস্বীকার করেছিলেন।
মানবাধিকার গোষ্ঠীর প্রতিক্রিয়া
এশীয় মানবাধিকার কর্মী ফিল রবার্টসন এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে ফরাসি সরকারের কাছে মামলাটির তদন্তের দাবি করেছেন। তিনি বলেন, ‘ফরাসি সরকারের উচিত এই হত্যাকাণ্ডের গভীরে যাওয়া এবং থাই সরকারের ওপর চাপ সৃষ্টি করা।
এই ঘটনা শুধু কম্বোডিয়ার জন্যই নয়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার জন্যও উদ্বেগের বিষয়। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও কঠোর তদন্তের মাধ্যমেই সত্য বেরিয়ে আসতে পারে।’