বান্ধবীকে পিটিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগে ২০ বছরের কারাদণ্ড হল ভারতীয়র (Indian)। সিঙ্গাপুরে (Singapore) বসবাসকারী বছর ৪০-এর ব্যক্তির বিরুদ্ধে তার বান্ধবীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। যার জেরে সিঙ্গাপুরের একটি আদালতের তরফে ওই ব্যক্তির ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। এম কৃষ্ণান নামে ওই ব্যক্তির কারাদণ্ড এই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে আরও একটি গুরুতর অপরাধে তার জেল হয়। তবে বেশিদিনের নয়। এমনকী জেল থেকে বেরিয়ে কৃষ্ণান স্বাভাবিক জীবনযাপন করবে বলেও কথা দেয়। তবে শেষরক্ষা হয়নি।
২০১৮ সালে জেল থেকে বেরনোর পর ২০১৯-এ ফের নিজের বান্ধবীকে পেটাতে শুরু করে ওই ভারতীয় বংশোদ্ভুদ। কৃষ্ণানের হাতে তার বান্ধবীর মৃত্যুর পরপরই পুলিশ তাকে গ্রেফতার করে। এবার বান্ধবীকে হত্যার অভিযোগে বিবাহিত (স্ত্রী বর্তমান) কৃষ্ণাননে ২০ বছরের হাজতবাসের নির্দেশ দেয় আদালত।