নয়াদিল্লি : বছর চারেক আগে একটি ৪ বছর বয়সী শিশুর গায়ে ম্যাকডোনাল্ডসের গরম চিকেন নাগেটস পড়ে শরীরে অনেক অংশ পুড়ে যায়। ম্যাকডোনাল্ডস এবং এর ফ্র্যাঞ্চাইজি আপচার্চ ফুডসের বিরুদ্ধে মেয়েটির বাবা-মা মামলা করেছিলেন। চলতি মাসে গত বুধবার দক্ষিণ ফ্লোরিডার একটি জুরি ম্যাকডোনাল্ডসকে (McDonald's) ওই মেয়েটিকে ৮০০,০০০ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।
২০১৯ সালে অলিভিয়া কারাবালোক নামের মেয়েটির গায়ে ম্যাকডোনাল্ডস চিকেন নাগেট (McDonald's Chicken Nugget) পড়ে শরীরের অনেকখানি পুড়ে গিয়েছিল, তখন তার বয়স ছিল মাত্র চার বছর। ঘটনাটি ঘটে ফোর্ট লডারডেলের কাছে ট্যামারকে ম্যাকডোনাল্ডসের বাইরে।
জুরির রায়ে খুশি হয়েছেন মেয়েটির পরিবার। অলিভিয়ার মা ফিলানা হোমস বলেন, "আমি আনন্দিত যে জুরি আমাদের কথা শুনেছেন এবং একটি ন্যায্য রায় দিয়েছেন।" তিনি আরও বলেন, আমার এবিষয়ে কোনও প্রত্যাশা ছিল না, তাই এটি আমার জন্য একটি বড় বিষয়।”
দেখুন টুইট
Florida jury awards 8-year-old girl $800K after she was burned by McDonald’s chicken nugget https://t.co/fPwhnbci62 pic.twitter.com/Xv2pfAQXjt
— New York Post (@nypost) July 21, 2023