দিল্লি, ২ জুলাই: প্রায় দুর্ঘটনার (Accident) মুখ থেকে বেঁচে ফিরল একটি বিমান (Flight Video)। মাঝ আকাশে ওড়ার সময় একটি বিমান হঠার করেই ২৬ হাজার ফুট নীচে পড়ে যায়। বিমানটি নীচে নেমে আসতেই উড়ানের ভিতরের সমস্ত অক্সিজেন মাস্ক খুলে আসে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে চিৎকার করেন। কেউ কেঁদেও ফেলেন। তবে ২৬ হাজার ফুট নীচে পড়ে যাওয়া বিমানটিকে খুব সাবধানে রক্ষা করেন চালক।
দুর্ঘটনার সম্মুখীন হওয়ায় বিমানটিকে টোকিও পর্যন্ত আর নিয়ে যাওয়া হয়নি। সাংহাই থেকে ছাড়ার পর টোকিওর আগে যখন ওই ধরনের দুর্ঘটনার সম্মুধীন হন যাত্রীরা, সেই সময় উড়ানটিকে তড়িঘড়ি ওসাকায় নিয়ে যাওয়া হয়। টোকিওগামী বিমানটিকে ওসাকায় নিয়ে গিয়ে সেখান থাকা ১৯১ জন যাত্রীর প্রাণ রক্ষা করা হয়। ফলে স্প্রিং এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ (Spring Airlines Boeing ) বিমানটির যেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি, তেমনি যাত্রীদের প্রাণ রক্ষা পায়। তবে কী কারণে ওই ধরনের ঘটনা ঘটে, সে বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
দেখুন ২৬ হাজার ফুট নীচে পড়ে যেতেই বিমানের যাত্রীদের কী অবস্থা...
Spring Airlines Boeing 737 plummeted 26,000 feet mid-flight after a pressurisation failure on its way from Shanghai to Tokyo
Oxygen masks dropped, passengers panicked, some even wrote wills. The jet safely diverted to Osaka
All 191 on board survived. The airline offered $104… pic.twitter.com/eXt0TeMKAT
— Nabila Jamal (@nabilajamal_) July 2, 2025
সম্প্রতি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকে যাওয়ার সময় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। যেখানে ছিলেন ২৪২ জন যাত্রী। চালক ও ক্রু মিলিয়ে বিমান কর্মী ছিলেন ১০ জন। প্রত্যেকের মৃত্য়ু হয় এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায়। বেঁচে যান মাত্র একজন। এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়তেই তা নিয়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ২৪২ জন যাত্রী নিয়ে কীভাবে বিমানটি ভেঙে পড়ল, তা নিয়ে জোরদার তদন্ত শুরু হয়।
আরও পড়ুন: 10 Major Aircraft Crashes: ভারতের ইতিহাসে গভীর প্রভাব ফেলা ১০টি বড় বিমান দুর্ঘটনা
জানা যায়, বিমান ভেঙে পড়ার আগে চালক মেডে মেডে বলে ৩বার সিগন্যাল দেন। তবে পাওয়ার মত কোনও সময় তাঁদের হাতে ছিল না। ফলে আহমেদাবাদ বিমানবন্দর থেকে বিমানটি ওড়ার ৫ মিনিটের মাথাতেই সেটি ভেঙে পড়ে।