Ferry Accident In Bangladesh (Photo Credit: Twitter)

ঢাকা, ২১ মার্চ:  বাংলাদেশের (Bangladesh)  শীতলাক্ষ্য নদীতে ভয়াবহ ফেরি দুর্ঘটনা। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বেশ কিছুটা দূরে শীতলাক্ষ্য নদীতে যাত্রী বোঝাই একটি ফেরিতে ( Ferry ) ধাক্কা দেয় একটি জাহাজ। যার জেরে জলে ডুবে মৃত্যু হয় ৬ জনের। নিখোজ বহু। ওই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়,  জাহাজের ধাক্কার সঙ্গে সঙ্গে ফেরি থেকে ছিটকে পড়তে শুরু করেন একের পর এক যাত্রী। যার জেরে ওই যাত্রী বোঝাই ফেরি থেকে কতজন নিখোজ হয়েছেন, সে বিষয়ে মেলেনি স্পষ্ট ধারনা।

দেখুন সেই ভিডিয়ো...

 

দুর্ঘটনার পরপরই  বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী এবং পুলিশ তল্লাশি শুরু করে। রবিবারের (Sunday) বারবেলায় ওই ভয়াবহ ঘটনা ঘটে।ফেরিতে জাহাজের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে একের পর এক যাত্রী মাঝ নদীতে পড়ে যেতে শুরু করেন। দুর্ঘটনাগ্রস্থ ফেরির আশপাশে কেউ আটকে রয়েছেন কি না, সে বিষয়েও খোঁজ শুরু হয়।

আরও পড়ুন:  Russia-Ukraine War: ইউক্রেনে রুশ সেনাকে ঘিরে ধরল উত্তেজিত জনতা, গুলি ছুঁড়েও মিলল না রেহাই, দেখুন ভিডিয়ো

তবে যাঁদের উদ্ধার করা হয়েছে, তাঁরা ঘটনার ভয়াবহতায় শিউরে উঠতে শুরু করেছেন।