হামাস ইজরায়েলের দ্বৈরথে এবার নিজেদের বিবৃতি প্রকাশ করল এফবিআই (FBI)। মার্কিন যুক্তরাষ্টের এই ঘটনার জেরে যদি কোন আমেরিকান নাগরিকের ক্ষতি না হয় তার ওপর নজর রাখছে বলে জানিয়েছে তাঁরা।
এফবিআইয়ের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে তাঁরা জানিয়েছে, আমেরিকান নাগরিকদের জীবন রক্ষা করতে নিরাপত্তা নিয়ে তারা আপোষে রাজি নয়।
"যদিও এফবিআইয়ের তরফে আমেরিকায় কোন ধরনের হুমকির বিষয় এখনও পর্যন্ত ধরা পড়েনি ইজরায়েল হামাসের এই যুদ্ধে।আমরা খুব কাছ থেকে বিষয়য়ি পর্যবেক্ষন করছি। এবং আমাদের দেশের স্থানীয়, আর্ন্তজাতিক এবং আইন প্রণেতাদের সঙ্গে বিষয়গুলি শেয়ার করছি।যাতে জনগনের ওপর কোন ধরনের সমস্যার মোকাবিলা করা যায়।আমেরিকার নাগরিকদের জীবন রক্ষার্থে নিরাপত্তার বিষয় নিয়ে ভাবতে বিন্দুমাত্র সময় নেব না আমরা।"
এদিকে ইজরায়েলের (Israel) ওপর হামাসের হামলার জেরে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০০, আহত প্রায় ২৪০০।এর প্রত্যুত্তরে গাজাতে নিহত হয়েছেন ৪০০ জন মানুষ। ইতিমধ্যএ ৩ লক্ষ সেনাকে অভিযানে নামিয়েছে ইজরায়েল।
Won't hesitate to adjust security posture to protect American lives, says FBI as Israel's war on Hamas rages
Read @ANI Story | https://t.co/WDqv8vDGLe#FBI #Hamas #Israel #IsraelAtWar pic.twitter.com/0GTnnXVGe0
— ANI Digital (@ani_digital) October 10, 2023