Cold Wave In Afghanistan (Photo Credit: Twitter)

কাবুল, ১৬ জানুয়ারি: কনকন ঠাণ্ডায় কাঁপছে আফগানিস্তান (Afghanistan)। হঠাৎ করেই আফগানিস্তান জুড়ে তাপমাত্রার পারদ নীচে নামতে শুরু করেছে। যার জেরে আফগানিস্তানে ইতিমধ্যেই ২০ জনের মৃত্যু হয়েছে বলে টোলো নিউজের একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে। কনকনে ঠাণ্ডায় যনখন আফগানিস্তানে ২০ জনের মৃত্যু হয় পরপর, সেই সময় বাগদিস প্রদেশ থেকে অন্য খবর আসতে শুরু করে। প্রচণ্ড ঠাণ্ডায় বাগদিস প্রদেশে কমপক্ষে ৪ হাজার গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে বলে খবর।

জানা যায়, হেরাট প্রদেশে প্রচণ্ড ঠাণ্ডায় জমে গিয়ে রাস্তার উপর মৃত্যু হয় এক ব্যক্তির। হেরাট (Herat Province) প্রদেশ থেকে ওই ব্যক্তি ইরানে পাড়ি দিতে যান। ইরানে (Iran) অবৈধভাবে পাড়ি দিতে গিয়েই রাস্তার উপর ঠাণ্ডায় জমে মৃত্যু হয় ওই ব্যক্তির।

আরও পড়ুন: Kabul Blast: কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ, বেশ কয়েকজন পডু়য়া সহ হত কমপক্ষে ১৯

তালিবান (Taliban) সরকার ক্ষমতায় আসতেই আফগানিস্তানের মানুষ চরম দুর্দশার মুখে পড়তে শুরু করেন। তার মাঝে এই রকমের কনকনে ঠাণ্ডার জেরে ওই দেশ থেকে একের পর একজনের মৃত্যুর খবর আসতে শুরু করেছে।