Imran Khan (Photo Credits: PTI)

ইসলামাবাদ, ২২ অগাস্ট: পাকিস্তানের (Pakistan) সংবিধান এবং বিচার ব্যবস্থা নিয়ে কটাক্ষ করায় ইমরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সে দেশের সরকারের। সম্প্রতি এক জনসভায় দেশের সংবিধান এবং বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। এরপরই প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করা হয় সে দেশের সরকারের তরফে। ইমরান খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পাকিস্তান পুলিশ। তাঁর বিরুদ্ধে জঙ্গি বিরোধী দারায় দায়ের করা হয় এফআইআর। ইসলামাবাদ থানার তরফে দায়ের করা হয় ওই এফআইআর।

ওই ঘটনার পরপরই ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন ইমরান খান। অন্ততর্বতী জামিনের জন্যই ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:  Arvind Kejriwal: কেজরিওয়ালকে 'রেভডিওয়াল' বলে কটাক্ষ, প্যারোডি ভিডিয়ো বিজেপির

যদিও ইমরান খানের তরফে এখনও এ বিষয়ে পালটা ককোনও মন্তব্য় করা হয়নি। তবে পাকিস্তানের বিচার ব্যবস্থা এবং সংবিধান নিয়ে কটাক্ষ করায় ইমরান খানকে যে কোনও মুহূর্তে গ্রেফতার করা হতে পারে বলে খবর।