দিল্লি, ২২ অগাস্ট: মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানাদারি নিয়ে জোর তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শুক্রবার সকালে দিল্লির (Delhi) উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা প্রবেশ করলে, সঙ্গে সঙ্গে তিনি ট্যুইট করেন। এমনকী, তাঁর বাড়িতে সিবআই যতই হানাদারি চালাক না কেন, সেখানে কিছু পাবে না বলেও আত্মবিশ্বাসী মন্তব্য করেন সিসোদিয়া। পাশাপাশি হানাদারির কয়েকদিনের মধ্যে তাঁকে গ্রেফতার করা হবে বলেও মন্তব্য করতে শোনা যায় দিল্লির উপমুখ্যমন্ত্রীকে। সিবিআই হানাদারি নিয়ে যখন বিজেপি (BJP) এবং আপের (AAP) মধ্যে জোর তরজা শুরু হয়েছে, সেই সময় নয়া ভিডিয়ো শেয়ার করল গেরুয়া শিবিরি।
যে ভিডিয়োতে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল (Arvind Kejriwal ) সাজিয়ে বসানো হয় একজনকে। শুধু তাই নয়, অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে যে সব কাজ করেছেন বলে দাবি করা হয় রাজধানী শহরের সরকারের তরফে, তা নিয়েও কটাক্ষ করে বিজেপি।
गोलमाल है भाई, सब गोलमाल है।
रेवड़ीवाल है, भाई सब गोलमाल है। pic.twitter.com/4IgumCWieA
— BJP (@BJP4India) August 22, 2022
এমনকী দিল্লির মানুষের জন্য অরবিন্দ কেজরিওয়ালের সরকার কোনও কাজ করেনি বলেও অভিযোগ করা হয় বিজেপির তরফে। কেজরিওয়ালকে 'রেভডিওয়াল' বলেও কটাক্ষ করে বিজেপি।