Ericsson: ভারতে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত এরিকসনের, তৈরি হবে ২০০০ নতুন কর্মসংস্থান
Ericsson (Photo Credits: Facebook)

ভারতীয়দের জন্যে খুশির খবর। দেশে আসতে চলেছে একগুচ্ছ নতুন কর্মসংস্থানের সুযোগ। ভারতে উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিদেশি টেলি কমিউনিকেশন সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা এরিকসন (Ericsson)। যার জেরে ভারতে প্রায় ২০০০ নতুন কর্মসংস্থান তৈরি হতে চলেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এরিকসন ভারতে তার উৎপাদন ক্ষমতা এবং কার্যক্রম প্রসারিত করবে। যা ২০০০ লোকের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা যাচ্ছে।

এরিকসনের মার্কেট এরিয়া ইন্ডিয়ার প্রধান নুনজিও মিরটিলো এ প্রসঙ্গে বলেছেন, ‘ভারতে 5G চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের 5G টেলিকম সরঞ্জামগুলোর উৎপাদন বাড়াচ্ছি। ভারতে টেলিকম পরিষেবা প্রদানকারীদের নেটওয়ার্ক স্থাপনে সহায়তা করার জন্যে'।

দেশজুড়ে নানা দেশি বিদেশি সংস্থাগুলোর কর্মী ছাঁটাইয়ের খবরের মাঝে এরিকসনে নতুন কর্মসংস্থানের খবর যেন খুশির আলো সৃষ্টি করেছে দেশবাসীর মনে। করোনা আবহ এবং তার পরবর্তী সময়ে বড় ছোট প্রায় সব সংস্থাই অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে গিয়েছে এবং যাচ্ছেও। যার জেরে টুইটার (Twitter), অ্যামাজন (Amazon), মেটা (Meta) প্রমুখ সংস্থানগুলো কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছেন।