ভারতের বিমান নিষিদ্ধ করল এমিরেটস

দুবাই, ২২ এপ্রিল : করোনা (Corona) সংক্রমণ উর্দ্বমুখী ভারতজুড়ে। যার জেরে এবার ভারত এবং দুবাইয়ের মধ্যে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস (Emirates)। আগামী রবিবার থেকে ১০ দিনের জন্য ভারত থেকে আর কোনও বিমান দুবাইতে যাতায়াত করবে না বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত এমিরেটসের পাশাপাশি সম্প্রতি ব্রিটেনও (Britain) লাল তালিকাভুক্ত করে ভারতকে। আগামী কয়েকদিন ভারত থেকে কোনও বিমান ব্রিটেনে যেতে পারবে না বলে জানানো হয়েছে। ২৪ এপ্রিল থেকে লাগু হবে ওই নিয়ম।

বিমান বাতিলের পাশাপাশি কোভিডের (COVID 19) বাড়বাড়ন্তের জেরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফরও বাতিল করা হয়। দুই দেশের মধ্যে আলোচনার পরই ওই সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর।

আরও পড়ুন  : Oxygen Man : সাধের গাড়ি বিক্রি করে কোভিড রোগীদের 'প্রাণবায়ু' যোগাচ্ছেন 'অক্সিজেন ম্যান'

করোনা সংক্রমণের মাত্রা ক্রমশ বাড়ছে ভারত জুড়ে। দিল্লি (Delhi), মহারাষ্ট্র, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ (UP) জুড়ে বাড়ছে সংক্রমণের মাত্রা। ফলে গোটা দেশের কোথাও নাইট কারফিউ জারি করা হচ্ছে, আবার কোথাও সাপ্তাহিক লকডাউন করে রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সংক্রমণকে।