এবার মেটা প্রধান মার্ক জুকারবার্গকে একহাত নিলন টেসলা সিইও এলন মাস্ক। ট্যুইটারকে প্রতিযোগিতা দিতেই থ্রেড বাজারে এনেছেন মার্ক জুকারবার্গ। সম্প্রতি থ্রেড নামে আরও একটি সোশ্যাল সাইট প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় সামাজিক মাধ্যমে। এবার বিষয়টি নিয়ে জুকারবার্গের বিরুদ্ধে পালটা আক্রমণ করলেন ট্য়ুইটার প্রধান এলন মাস্ক। প্রসঙ্গত থ্রেড বাজারে আনতেই জুকারবার্গ বলেন, ট্যুইটারের প্রায় প্রতিলিপি হিসেবে এই অ্যাপ প্রকাশ্যে আনা হচ্ছে।
Elon: Protects free speech
Zuck: Protects brand speech https://t.co/qCsguIvjlT pic.twitter.com/WiA8dzVQLW
— ~~datahazard~~ (@fentasyl) July 9, 2023