দিল্লি, ২১ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মার্কিন সফরে যাওয়ার পরপরই টেসলা সিইও এলন মাস্কের (Elon Musk) সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর টেসলা সিইও বলেন, 'আমি মোদীর ভক্ত'। মাস্কের সঙ্গে সাক্ষাতের পর সেই মুহূর্তের ছবি তুলে ধরা হয় নরেন্দ্র মোদীর ট্যুইটার হ্যান্ডেলে। তেমনি এলন মাস্কও নিজের সোশ্যাল হ্যান্ডেলে মোদীর সঙ্গে ছবি তুলে ধরে, সৌজন্যমূলক আলোচনা হয়েছে বলে জানান।
এলন মাস্ক বলেন, ভারতের জন্য নরেন্দ্র মোদী সঠিক কাজই করছেন। ভারতে যাতে নতুনরা বিনিয়োগ করতে পারে, সেই দরজা খুলে দিচ্ছেন মোদী। নতুন নতুন অনেক কোম্পানি ভারতে বিনিয়োগ করতে পারছে বলে মন্তব্য করেন মাস্ক। এরপরই তিনি জানান, তিনি নিজেও মোদীর একজন ভক্ত।
প্রসঙ্গত ট্য়ুইটার কেনার পর থেকে এলন মাস্ককে নিয়ে বিস্তর আলোচনা শুরু হয় প্রায় গোটা বিশ্ব জুড়ে। মাস্কের হাতে ট্যুইটারের ক্ষমতা যাওয়ার পর সেখান থেকে চাকরি যায় বহু কর্মীরও। তবে মোদীর সঙ্গে মাস্কের বৈঠকের পর টেসলা এবার ভারতে পা রাখতে পারে বলে মনে করছে বহু মহল।