
Tesla Sales Slump: হু হু করে কমছে ইলন মাস্কের (Elon Musk) টেসলার গাড়ির বিক্রি। এপ্রিলে ইউরোপের বাজারে মাস্কের টেসলার বিক্রি ৫২ শতাংশ কমে গিয়েছে। সেখানে চিনের বিওআইডি গাড়ির বিক্রি ততটাই বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে চলা বড় আন্দোলনে ব্য়াপক ক্ষতি হয়েছে দুনিয়ার ধনীতম ব্যক্তি ইলন মাস্কের। মাস্কের টেসলা সরাসরি বয়কটের ডাক দিয়ে ধনকুবের শিল্পপতিকে বড় সমস্য়া ফেলছেন বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে কাছের ধনকুবের শিল্পপতি মাস্কের বেশ কিছু নীতি ও কথা তাঁর সবচেয়ে বড় গাড়ির ব্যবসাকে খাদের কিনায় দাঁড় করাচ্ছে।
চিনা গাড়ির দাপটে ম্লান মাস্ক
সরকারী কর্মী ছাঁটাই থেকে একের পর এক ভিত্তিহীন দাবি করা মাস্কের টেসলার গাড়ি বিক্রি আমেরিকা সহ বিশ্বের সব দেশেই তলনাতি ঠেকেই । এরই মাঝে আবার চিনের বিওয়াইডি (BYD) এমন কিছু ইলেকট্রিক গাড়িতে বিপ্লব এনে দিয়েছে।
রাজনীতিতে জড়িয়েই সমস্যা বাড়ছে টেসলার
চিনের এই ইলেকট্রিক গাড়িতে খুব দ্রুত চার্জিং থেকে ওয়াটার প্রুফ সিস্টেমে অত্যাধুনিক ব্যবস্থা থাকায় ইউরোপের বাজারে অনেকেরই প্রথম পছন্দের E-গাড়ি হয়ে উঠেছে। মাস্কের টেসলার গাড়িকে অনেক কিছুতেই টেক্কা দিচ্ছে চিনের বিওআইডি। ইউরোপের বিভিন্ন দেশের রাজনীতিতে সরাসরি নাক গলিয়ে মাস্ক সেখানে অনেককেই চটিয়ে দিয়েছেন, তার প্রভাবও টেসলার গাড়ি ব্যবসায় পড়েছে। বাধ্য হয়ে সম্প্রতি মাস্ক ঘোষণা করেছেন, তিনি রাজনীতি থেকে সরে এসে, নিজের ব্যবসায় মন দেবেন। টেসলার বিক্রি রেকর্ড কমে যাওয়ার পাশাপাশি মাস্কের এক্স প্ল্যাটফর্মে ঘনঘন সাইবার হামলার ঘটনায় ব্যবসায় বড় ক্ষতি হয়েছে।