Scorpions

কায়রো, ১৪ নভেম্বর: পিরামিডের দেশে কাঁকড়া বিছের (Scorpian) কীর্তি। ইজিপ্টের আসওয়ান ( শহরে গতকাল বড় ঝড় আসে। ঝড়ের সঙ্গেই শহরে উড়ে আসে হাজারে হাজারে কাঁকড়া বিছে। আর এই কাঁকাড়া বিছেই সর্বনাশ করে দিল শহরবাসীর। দক্ষিণ ইজিপ্টের এই শহরে কাঁকড়া বিছের বিষাক্ত কামড়ে তিন জন মারা গিয়েছেন। নীল নদের তীরে থাকা এই শহরে বিষাক্ত কাঁকড়া বিছের কামড়ে পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন। শহরের বিভিন্ন জায়গায় এখন কাঁকড়া বিছের দল ঘুরে বেড়াচ্ছে। সঙ্গে চলছে তুমুল বৃষ্টি। কাঁকড়া বিছের কামড়ের ভয়ে শহরবাসীকে এখন ঘরবন্দি থাকার আবেদন জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কাঁকড়া বিছের কামড়ে আহতের সংখ্যা এত বাড়ছে, যে সব ডাক্তাররা করোনার ডিউটিতে ছিলেন, তাদের এখন এই চিকিতসার জন্য সরিয়ে আনা হয়েছে।

এই শহরের সব হাসপাতালকে হাই অ্যালার্ট থাকতে বলা হয়েছে। অ্যান্টি ভেনম জাতীয় ওষুধ আসওয়ান শহরে দ্রুত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এই শহরের পাহাড় ও মরভূমির কাছের অঞ্চলে অস্থায়ী হাসপাতালও গড়া হচ্ছে। এদিকে, এই অঞ্চলের আবহাওয়ার অবস্থা আরও খারাপ হচ্ছে। আর নতুন করে ঝড় আসার সম্ভাবনা না থাকলেও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি বাড়বে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। ফলে কাঁকড়া বিছেদের বাড়বাড়ন্ত আরও বাড়বে বলে আশঙ্কা। আরও পড়ুন : মণিপুরে জঙ্গি হামলায় শহিদ বাংলার জওয়ান, আজই আসছে কফিনবন্দি দেহ

ইজিপ্টে যে ধরনের কাঁকড়া বিছে রয়েছে তাতে তা কামড়ামনোর এক ঘণ্টার মধ্যে যন্ত্রণায় মারা যায়। কাঁকড়া বিছের কামড়ের সঙ্গে সঙ্গে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়, তারপর শ্বাস নিতে কষ্ট হয়, শ্রবণশক্তি দ্রুত কমে যায়, এবং পেশীদের মারাত্মক টান ধরে।