বুধবার ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান (Tiwan) । বুধবার সকাল ৮টা (স্থানীয় সময় অনুযায়ী) নাগাদ প্রবল কম্পনে (Earthquake) কেঁপে ওঠে তাইওয়ানের রাজধানী তাইপেই। যার জেরে তাইপেইতে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করে একের পর এক বহুতল। ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করে সেতু। ট্রেনে ভয়ে সিঁটিয়ে যান যাত্রীরা। তাইওয়ানে প্রবল কম্পনের পর জাপান জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়।
রিপোর্টে প্রকাশ, তাইওয়ানে প্রবল কম্পনের জেরে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত ৭৩৬ জন এখনও পর্যন্ত। তাইওয়ানের পার্বত্য অঞ্চল হুলেইন প্রদেশে ওই ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি তাইওয়ানের পূর্ব উপকূলই ছিল আজকের কম্পনের উৎসস্থল। এমনই জানা যাচ্ছে সূত্রের তরফে।
দেখুন ভিডিয়ো...
[Horror] Taipei Metro during the Taiwan earthquake The inside of a Taipei Metro train that was in motion when the earthquake occurred. It's shaking so much that people can't stand. This is too scary.#tiwan #tsunamiwarning #Japan #Tsunami pic.twitter.com/MySrXKg6XP
— M K (@vasumogan) April 3, 2024
গত ২৫ বছরে তাইওয়ান এই ধরনের অতি শক্তিশালী ভূমিকম্প দেখেনি। বিশেষ করে হুলেইন প্রদেশ। গোটা দেশের মধ্যে এই অঞ্চলে গত ২৫ বছর ধরে কোনও কম্পন হয়নি। এবার সেই অঞ্চলই কার্যত খেলনা বাড়ির মত হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করে।