প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)কে নিয়ে চরম অস্বস্তিতে মার্কিন প্রশাসন। হাওয়াই দ্বীপের মাউইয়ে দাবানলে মৃতদের জন্য আয়োজিত এক সরকারী স্মরণানুষ্ঠানে ঘুমোতে দেখা গেল প্রেসিডেন্ট বাইডেনকে। হাওয়াই অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের সদস্যদের পাশে বসে রীতিমত নাকডেকে ঘুমোচ্ছেন বাইডেন। এমন ভিডিয়ো ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
হাইওয়েতে যেভাবে দাবানলের প্রকোপে হাজার-হাজার মানুষ নিখোঁজ, গৃহহীন। মৃতের সংখ্যা একশোর কাছাকাছি। দাবানলের উদ্ধারকাজে মার্কিন প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ আম জনতা। তেমন একটা স্পর্শকাতর বিষয়ের জায়গায় বাইডেনকে ঘুমোতে দেশের প্রেসিডেন্টের ওপর বেজায় চটেছেন আম মার্কিনীরা। আরও পড়ুন-তিন বছর পর উত্তর কোরিয়ার প্রথম আন্তর্জাতিক বিমানের অবতরণ চিনে
দেখুন ভিডিয়ো
Wake up Biden...
During a ceremony in #Hawaii honoring the #MauiFires victims, US President Joe Biden seems to doze off.#joebidenDESTROYSAmerica #joebiden #BidenSleeping pic.twitter.com/ACPKu1yhyK
— know the Unknown (@imurpartha) August 22, 2023
৮০ বছরের বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছে। বিরোধীদের অভিযোগ, সবচেয়ে বেশী বয়সে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার নজির গড়া বাইডেন শারীরিক আর মানসিক দিক থেকে আর দেশকে শাসন করার মত জায়গায় নেই। তবে বিরোধীদের দাবি উড়িয়ে বাইডেন ঘোষণা করেছেন আগামী বছর দেশের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০২০ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দেশের মসনদে বসেছিলেন ডেমোক্র্যাট বাইডেন। দেশে ঋণের বোঝা বাড়া থেকে ইউক্রেন যুদ্ধে মোটা আর্থিক সাহায্য কিংবা বেহাল অর্থনীতি, কর্মহীনতা বাড়া সহ বিভিন্ন ইস্যুতে একেবারে কোণঠাসা বাইডেনকে ঘুমের ভিডিয়ো আরও চাপে রাখবে।