আবু ধাবি: ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আবু ধাবিতে (Abu Dhabi) নির্মীয়মাণ বাপস হিন্দু মন্দিরের ( BAPS Hindu temple) উদ্বোধন (inaugurate) করার জন্য মন্দির কর্তৃপক্ষের তরফে আমন্ত্রণ পাঠানো হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi)। বৃহস্পতিবার তিনি সেই নিমন্ত্রণ গ্রহণ করেছেন (accepted the invitation) বলে জানানো হয়েছে আবু ধাবির বাপস হিন্দু মন্দির কর্তৃপক্ষের তরফে। আরও পড়ুন: Françoise Bettencourt Meyer: প্রথম মহিলা হিসেবে ১০০ বিলিয়ন ডলারের মালিক ল'রিয়ালের উত্তরাধিকারী ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স
দেখুন ভিডিয়ো:
#WATCH | UAE: Drone visuals of the construction work of BAPS Hindu temple that is underway in Abu Dhabi
"PM Narendra Modi accepted the invitation to inaugurate the BAPS Hindu Mandir in Abu Dhabi on February 14, 2024", said BAPS Hindu Mandir in Abu Dhabi yesterday pic.twitter.com/xDEF1abdwu
— ANI (@ANI) December 29, 2023
এপ্রসঙ্গে আবু ধাবির বাপস মন্দিরের ব্রহ্ম বিহারী স্বামী ( বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের (Hindu community) ধর্মের ভিত্তিতে ভালোবাসা (emotion of love), ঐক্য (unity) এবং সর্বজনীন সম্প্রীতির (universal harmony) আবেগ আছে। 'বসুধৈব কুটুম্বকম (Vasudhaiva Kutumbakam)'-এর আবেগ আছে। সংযুক্ত আরব আমিরশাহী (UAE) নির্মিত একটি ঐতিহ্যবাহী মন্দির একটি অদেখা বিষয়। এটা প্রমাণ করে যে সংযুক্ত আরব আমিরশাহীর ক্রাউন প্রিন্সের (Crown Prince) খুব বড় হৃদয় আছে।" আরও পড়ুন: Françoise Bettencourt Meyer: প্রথম মহিলা হিসেবে ১০০ বিলিয়ন ডলারের মালিক ল'রিয়ালের উত্তরাধিকারী ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স
দেখুন ভিডিয়ো:
#WATCH | Brahm Vihari Swami, BAPS temple, Abu Dhabi says, " "There is emotion of love, unity and universal harmony, in our Hindu community dharma's foundation, there is emotion of 'Vasudhaiva Kutumbakam'...a traditional temple being built in UAE is an unseen thing...this shows… https://t.co/EwAbVKNiD7 pic.twitter.com/6Q5NIxC4m9
— ANI (@ANI) December 29, 2023
সংবাদ সংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডেলে ড্রোনের সাহায্যে তোলা (Drone visuals) নির্মীয়মাণ বাপস হিন্দু মন্দিরের ভিডিয়ো পোস্ট হয়েছে। যা দেখে তাক লেগে গেছে নেটিজেনদের।