এক চুলের জন্য জীবনরক্ষা পাওয়া ডোনাল্ড ট্রাম্প এবার ইতিহাস গড়লেন। এদিন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার চূড়ান্ত মনোনয়ন পর্বের ধন্যবাদজ্ঞাপন ভাষণে ট্রাম্প মোট ৯২ মিনিট বক্তৃতা দিলেন। এর আগে কোনও প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোয়নয়ন গ্রহণ ভাষণে এত সময় ধরে বক্তৃতা দেননি।
এই বিষয়ে নিজের রেকর্ড অবশ্য নিজেই ভাঙলেন ট্রাম্প। ২০১৬ প্রেসিডেন্ট মনোনয়ন গ্রহণে রিপাবলিকান পার্টির মঞ্চে ট্রাম্প ১ ঘণ্টা ১৫ মিনিটের ভাষণ দিয়েছিলেন। তখন তিনি ভেঙেছিলেন ১৯৯৬-এ বিল ক্লিনটনের দেওয়া ১ ঘণ্টা ১০ মিনিটের ব্কৃতা দেওয়ার নজির। এবার ১ ঘণ্টা ৩২ মিনিটের ভাষণ দিয়ে ট্রাম্প নিজের রেকর্ডই নিজে ভাঙলেন।
দেখুন খবরটি
🚨#BREAKING: Donald Trump's speech, which ended at 92 minutes or 1hr and 32 minutes is now the longest in U.S. history
— R A W S A L E R T S (@rawsalerts) July 19, 2024
দেখুন ভিডিয়ো
CNN’s fact check of Trump’s speech… it’s a long list pic.twitter.com/36Z0Tb7Ckq
— Acyn (@Acyn) July 19, 2024
এদিন ট্রাম্পের এই ভাষণে থাকল আবেগ, দাবি আর জয়ের প্রতিশ্রুতি। ক দিন আগে পেনসিলভিনিয়ার সভায় দূর থেকে গুলি ছুড়ে ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করা হয়। একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে ট্রাম্পের কানে। সেই বিষয়টি মনে করিয়ে ট্রাম্প বলেন, তিনি ভগবানের সহায়তায় বেঁচেছেন। এবার মানুষ আর দলের সহায়তায় আমেরিকাকে আবার মহান বানাবেন।