Donald Trump Photo Credit: Twitter@BNONews

নয়াদিল্লিঃ সামনেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন (President Election of America)। আর এই সময় নির্বাচনী কর্মসূচি নিয়ে বেশ ব্যস্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। রবিবার নিজের জন্য কিছুটা সময় বাঁচিয়ে ফ্লোরিডার(Florida) ওয়েস্ট পাম বিচে(West Palm Beach) 'ট্রাম্প ইন্টারন্যাশানাল গলফ ক্লাব'-এ গলফ খেলতে গিয়েছিলেন তিনি। সেখানেই চলল গুলি। তবে সম্পূর্ণ নিরাপদে রয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী এমনটাই খবর। ইউএস সিক্রেট সার্ভিসের তরফে জানানো হয়েছে, রবিবার দুপুর ২ টো নাগাদ এই ঘটনা ঘটে। ইউএস সিক্রেট সার্ভিস জানিয়েছে নিরাপদে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। এ ছাড়া ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র টুইট করে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্প গলফ কোর্সে গুলি চালানোর ঘটনাটি জানিয়েছেন। একটি ই-মেইলের মাধ্যমে এই ঘটনা জানিয়েছেন খোদ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। মেইলে তিনি লেখেন, "ফ্লোরিডার গলফ কোর্সে গুলি চলেছে। গুজব ছড়ানোর আগে জানাতে চাই, আমি সম্পূর্ণ নিরাপদে আছি।" মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই এলাকার ঝোপ থেকে একটি AK-47 পাওয়া গিয়েছে। এই গুলি চলার সময় ট্রাম্প ঠিক কোথায় ছিলেন তা যদিও স্পষ্ট নয়। তবে তাঁকে লক্ষ্য করেই এই গুলি চালানো হয়েছে কি না তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। যদিও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এই ঘটনাটিকে হত্যার চেষ্টা হিসেবেই বিবেচনা করছে বলে জানিয়েছে। এই ঘটনার তদন্ত করছে এফবিআই। ইতিমধ্যেই এই ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম রায়ান ওয়েসলি রাউথ, বয়স ৫৮ বছর। প্রসঙ্গত, গত ১৩ জুলাই পেনসিলভানিয়ার জনসভায় বক্তব্য রাখার সময় ট্রাম্পের উপর হামলা হয়। প্রাক্তন প্রেসিডেন্টের কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি।

"I am safe and well!" says Donald Trump in fundraising email after shots fired in his vicinity