Donald Trump Jr: করোনা সারাচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন? ভিডিও শেয়ার করে টুইটারে ব্যান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র (Photo Credits: Getty Images)

ওয়াশিংটন ডিসি, ২৯ জুলাই: আর ভিডিও শেয়ার করতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের (Donald Trump Jr) ভিডিও শেয়ারিং অপশন বন্ধ করে দিল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটার। হাইড্রক্সিক্লোরোকুইনে সারছে কোভিড। নভেল করোনাভাইরাসের কিওর হল এই হাইড্রক্সিক্লোরোকুইন। মার্কিন মুলুকের করোনাযোদ্ধা এক চিকিৎসককে একটি ভিডিওতে বলতে শোনা যাচ্ছে, কীভাবে ম্যালেরিয়া সারানোর ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন কোভিড-১৯ এর চিকিৎসায় সফল। সেই ভিডিও ক্লিপটিই টুইটারে শেয়ার করেছিলেন ট্রাম্পের ছেলে। তারপরেই পড়লেন ব্যানের গেরোয়। এই প্রসঙ্গে এক টুইট বার্তায় টুইটারকেই কটাক্ষ করেছেন রিপাবলিকান স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড্রু সুরেবিয়ান। তিনি বলেছেন, আমেরিকায় এখন মত প্রকাশে সবথেকে বড় বাধা হল টেক জায়ান্টরাই। এমনকী প্রকাশ্য নির্বাচনেও তারা হস্তক্ষেপ করছে। আরও পড়ুন-Rafale Landing In India Today: অপেক্ষার অবসান, বুধবার দুপুর দুটোয় আম্বালায় নামছে যুদ্ধবিমান রাফাল

তবে এর পরেই টুইটারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের ভিডিও শেয়ারিং অপশনটি সাসপেন্ড করা হয়েছে। তবে তা সাময়িক। তবে পাবলিক ভিউ থেকে সেই ভিডিও সরিয়ে নেওয়া হলেও ট্রাম্প পুত্রের টুইটার হ্যান্ডলে তা থেকে গিয়েছে। তাই টুইটারের তরফে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে ওই ভিডিও ডিলিট কতে বলা হয়েছে। বলা বাহুল্য, ওই একই পোস্ট টুইটারে শেয়ার করেও সাসপেন্ডের গেরোয় পড়েননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মাইক্রোবল্গিং সাইট ভিডিও পোস্টটি ইতিমধ্যেই সরিয়ে দিয়েছে।