
নয়াদিল্লিঃ এবার মার্কিন যুক্তরাষ্ট্রের (United States Of America) প্রতিরক্ষাকে আরও সুরক্ষিত করতে উদ্যোগী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার, 'গোল্ডেন ডোম’ নামে একটি ক্ষেপণাস্ত্র তৈরির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই ক্ষেপণাস্ত্র তৈরিতে ১৭৫ বিলিয়ন ডলার খরচ হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। কতদিনের মধ্যে আমারিকার ঘরে আসবে এই মিসাইল? তাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, "আমার মেয়াদ শেষ হওয়ার আগেই গোল্ডেন ডোম তৈরি হয়ে যাওয়া উচিত। দেশকে বিদেশি শক্তির হাত থেকে রক্ষা করতে সক্ষম এই মিসাইল। এই মিসাইল দেখতে কেমন হবে, কার্যক্ষমতা ঠিক কতটা সবটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এটি তৈরি করতে মোট ব্যয় হবে ১৭৫ বিলিয়ন ডলার।"
সামরিকভাবে আরও শক্তিশালী হতে চলেছে আমেরিকা
জানা গিয়েছে, এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছে কানাডাও। ট্রাম্প জানিয়েছেন, ডোম প্রকল্পে যোগদানে আগ্রহ দেখিয়েছে প্রতিবেশী দেশ কানাডা। কানাডার এই উদ্যোগকে সমর্থন করবে আমারিকা,এও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মহাকাশ অভিযানের ভাইস চিফ জেনারেল মাইকেল গুয়েটলিন গোল্ডেন এই মিসাইল তৈরি যাবতীয় খুঁটিনাটির দায়িত্ব থাকবেন বলে জানিয়েছেন ট্রাম্প।
আমেরিকাকে বিদেশি শক্তির হাত থেকে রক্ষা করতে উদ্যোগী ট্রাম্প, ১৭৫ বিলিয়ন ডলার খরচ করে তৈরি হচ্ছে মিসাইল
Donald Trump Announces $175 Billion 'Golden Dome' Missile Defence Plan For US pic.twitter.com/y9uLBuRq4J
— NDTV (@ndtv) May 21, 2025