লাহোর, ১৩ অক্টোবর: Dengue Claims 250 Lives in Pakistan- পাকিস্তানে মহামারীর আকার নিয়েছে ডেঙ্গি। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশ শনিবার পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাপিয়ে গিয়েছে। ইসলামাবাদের দুটি বড় হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্তের ৮ হাজার মানুষ ভর্তি। গত কয়েক সপ্তাহে ডেঙ্গিতে ২৫০ জনেরও বেশি মানুষের মৃত্য়ুর খবর পাওয়া মিলেছে। পাকিস্তানের স্বাস্থ্য দফতর জানায় রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে ডেঙ্গিতে ৩৫ জনের মৃ্ত্যু হয়েছে। রাওয়ালপিন্ডি শহরের অভিজাত এলাকা মোরঘাতে গতকাল একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
ডেঙ্গিতে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে পাকিস্তানের বড় দুই শহর- রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে। এই দুই শহরে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ হাজার। ইসালামাবাদ পুলিশে কর্মরত ১৫০জন পুলিশ কর্মীর দেহেও ডেঙ্গি মিলেছে। আরও পড়ুন-দিল্লিতে ছিনতাইবাজদের কবলে প্রধানমন্ত্রীর ভাইঝি, নগদ টাকা, মোবাইল নিয়ে পালাল দুষ্কৃতীরা
পাকিস্তান জুড়ে এত বড় আকারে ডেঙ্গি ছড়িয়ে পড়ার পিছনে প্রশাসনের গাফলতির কথা উঠে আসছে। বলা হচ্ছে, সঠিক সময়ে ব্যবস্থা নিলে এবাবে ডেঙ্গি ছড়িয়ে পড়ত না। এখন পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ। হাসপাতালগুলির অবস্থা বেশ খারাপ। পাকিস্তানের অন্য প্রদেশ থেকে ডাক্তার এনেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। লাহোর, ইসলামাবাদের বাইরে আগের চেয়ে অনেক বেশি আক্রান্তের খবর এসেছে, এইটাই সবচেয়ে উদ্বেগের বিষয়।