Delta Air Lines Flight Engine Catches Fire Mid-Air: মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে আগুন ধরে উঠল। সাংঘাতিক কাণ্ড ডেল্টা এয়ার লাইনসের বিমানে (Delta Air Lines)। ভয়াবহ সেই দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। (ভিডিও সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা)। মাঝ আকাশে উড়ছে বিমান। এদিকে ইঞ্জিন থেকে দাউদাউ করে আগুন বের হচ্ছে।
শুক্রবার দুপুর ২টো নাগাদ যাত্রিবোঝাই বিমানটি লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর (LAX) থেকে আটলান্টার (Atlanta) উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মাঝ আকাশে বোয়িং ৭৬৭-৪০০ (রেজিস্ট্রেশন N836MH) দ্বারা পরিচালিত ডেল্টা এয়ার লাইনসের DL446 বিমানটির বাম ইঞ্জিনে আগুন জ্বলে ওঠে। এরপর আর কোনরকম ঝুঁকি না নিয়ে বিমানটি লস অ্যাঞ্জেলেসে ফিরে আসে। LAX রানওয়েতে জরুরি অবতারণ (Emergency Landing) করে। নিরাপদে সকল যাত্রী এবং বিমানের ক্রু সদস্যদের নামিয়ে আনা হয়েছে। দমকল কর্মীরা রানওয়েতে ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রণে আনেন।
মাঝ আকশে বিমানের ইঞ্জিনে আগুন
A Delta Air Lines flight bound for Atlanta made an emergency landing Friday at LAX after a reported engine fire, officials said.
The Boeing 767 engine caught fire shortly after takeoff around 2 p.m. Video from the ground captured the flames coming out from one of the engines.… pic.twitter.com/fm8ilJtzrk
— Breaking Aviation News & Videos (@aviationbrk) July 19, 2025
ডেল্টা এয়ার লাইনসের তরফে জানানো হয়েছে, মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে আগুন লাগার বিষয়টি তদন্ত করছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)। মাটি থেকে তোলা ওই ভিডিওটি দেখে যে কাউ আঁতকে উঠবেন। এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার পর ডেল্টা এয়ার লাইনস বিমানের এমন এক দৃশ্য দেখে আবারও বড় কোন দুর্ঘটনার আশঙ্ক ঘটেছিল। তবে চালকের তৎপরতায় রক্ষা পেয়েছেন সকলে।