দিল্লি, ১৮ ডিসেম্বর: মৃত দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)? এমনই জল্পনা ছড়াতে শুরু করেছে জোর কদমে। করাচিতে (Karachi) বিষ প্রয়োগের পর দাউদকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভর্তি করা হয় সেখানকার হাসপাতালে। যা নিয়ে জোর শোরগোল শুরু হতেই এবার প্রকাশ্যে অন্য খবর। সংবাদমাধ্যম সূত্রে খবর, দাউদ ইব্রাহিমের যে পরিবার রয়েছে পাকিস্তানে, তাঁদের নিরাপত্তা আরও আঁটসাট করা হচ্ছে। এমনকী, দাউদ পরিবারের ঘনিষ্ঠ জাভেদ মিয়াঁদাদের নিরাপত্তাও আরও বাড়ানো হয়েছে। সূত্রের তরফে এমন খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় শোরগোল।
আরও পড়ুন: Dawood Ibrahim Hospitalised ? : হাসপাতালে ভর্তি দাউদ ইব্রাহিম, পাকিস্তানে বন্ধ ইন্টারনেট পরিষেবা
ভারতের (India) মোস্ট ওয়ান্টেড জঙ্গি দাউদ ইব্রাহিম বেশ কয়েক দশক ধরে পাকিস্তানে (Pakistan) বসবাস শুরু করে। যদিও পাকিস্তানে দাউদ ঘাঁটি করলেও, তা নিয়ে ইসলামাবাদ কখনও মুখ খোলেনি। এমনকী পাকিস্তানে দাউদ নেই বলে বার বার দাবি করা হয়েছে ইসলামাবাদের তরফে।
দেখুন ভিডিয়ো...
MORE INFORMATION ON DAWOOD POISONING REPORT: Pakistan provides security for the Dawood family. Javed Miandad, a close relative of Dawood also given high security: Report.
WATCH #LIVE here-https://t.co/ozUsILtN7f #Dawood #DawoodIbrahim #Pakistan #Terrorist #Terror pic.twitter.com/pwEUMyBVE3
— Republic (@republic) December 18, 2023