Hacking Data Photo Credit: Pixabay

Cyberattack European Airports: ভয়াবহ সাইবার হামলায় অচল হয়ে পড়ল ইউরোপের একাধিক আন্তর্জাতিক বিমানবন্দর। শুক্রবার গভীর রাতে হ্যাকিংয়ের আঘাতে থমকে যায় কলিন্স এয়ারস্পেস। চেক-ইন ও বোর্ডিং সিস্টেম পুরোপুরি বিপর্যস্ত হয়। ফলে শনিবার সকাল থেকে কোনওরকম প্রযুক্তির সাহায্য ছাড়াই যাত্রী সামলাতে গিয়ে বিমানবন্দরে তৈরি হয়েছে হাহাকার। গত ১৯ সেপ্টেম্বর মধ্যরাত থেকে হ্যাকাররা কলিন্স এরোস্পেস-এর MUSE সফটওয়্যার হ্যাক করে। এর ফলে কিয়স্ক, ব্যাগেজ ড্রপ ও বোর্ডিং গেট সম্পূর্ণ অচল হয়ে পড়ে। একদিকে যাত্রীদের বিশাল ভিড়, অন্যদিকে স্টাফরা হাতে লিখে চেক-ইন সামলাতে গিয়ে বিপাকে। ব্রাসেলস এয়ারপোর্ট জানিয়েছে, “এটি আমাদের ফ্লাইট শিডিউলে বিশাল প্রভাব ফেলছে, একাধিক বিমান দেরিতে ছাড়ে, বেশ কয়েকটি বাতিলও করতে হয়।”

হিথরোয় বাতিল শতাধিক বিমান

ইউরোপের ব্যস্ততম হিথরো বিমানবন্দরে সকাল ১০টা পর্যন্ত প্রায় ১০০ বিমানের চলাচলে দেরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও এশিয়ার ফ্লাইটগুলোতে বেশি ভোগান্তি। ব্রাসেলসে সবথেকে বেশি ক্ষতি হয়েছে। বেলজিয়ামের এই বিমানবন্দরে অন্তত ১০টি বিমান বাতিল, ১৭টিরও বেশি বিমান দেড় ঘণ্টার বেশি দেরিতে ছেড়েছে। শুধু ম্যানুয়াল চেক-ইন চলছে। একই রকমভাবে ব্যাহত হয়েছে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরের পরিষেবা। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সাইবার হামলা ইউরোপের বিমান চলাচলের জন্য ভয়াবহ সতর্কবার্তা।

দেখুন খবরটি

চরম ভোগান্তি বিমানযাত্রীদের

সাইবার হামলার জন্য বিমান চলাচল ব্যাহত হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরা। কেউ লিখেছেন, "ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে হাতে লিখে চেক-ইন করতে হচ্ছে। যেন প্রস্থর যুগে ফিরে গেছি!” আবার কেউ বলছেন, "নিউ ইয়র্ক ফ্লাইট ৩ ঘণ্টা দেরি,এখনও কলম-খাতায় বোর্ডিং!”এয়ারলাইন্সগুলি যাত্রীদের আগেভাগে বিমানবন্দরে পৌঁছতে ও অ্যাপ চেক করতে অনুরোধ করছে।