China Covid Situation (Photo Credit: Video Screen Grab)

বেজিং, ২৬ ডিসেম্বর: চিনের (China) ক্রমাগত খারাপ হচ্ছে করোনা (Corona) পরিস্থিতি। করোনা (COVID 19) পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে, যেখানে হাসপাতালের শয্যা উপচে পড়ছে। প্রত্যেকটি হাসপাতালে সংক্রমিতর সংখ্যা যখন বাড়ছে, সেই সময় অভিনব পন্থা নিলেন চিনেরই এক দম্পতি।  সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল সাইটে।  যেখানে চিনের এক দম্পতিকে দেখা যায়, প্লাস্টিকে মোড়া ছাতা নিয়ে বাজার করতে বেরিয়েছেন।  এরপর সেই প্লাস্টিকের ভিতর হাত বাড়িয়ে জিনিসপত্র কিনে, দোকানদারকে টাকা দিচ্ছেন। কোভিড যাতে কোনওভাবে থাবা বসাতে না পারে শরীরে, তার জন্যই অভিনব পন্থা নেন ওই চিনা দম্পতি।  চিনের ওই স্বামী, স্ত্রীর এমন ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

 

প্রসঙ্গত আগামী কয়েকদিনে করোনার জেরে চিনের পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে বলে চিকিৎসকদের তরফে সতর্ক করা হয়। সেই অনুযায়ী, গোটা বিশ্ব ফের করোনা প্রতিরোধে একাধিক ব্যবস্থা নিতে শুরু করেছে।

আরও পড়ুন: COVID 19 In China: চিনে ভয়ঙ্কর পরিস্থিতি, প্রতিদিন করোনায় মৃত্যু ৫ হাজার মানুষের

করোনা প্রতিরোধে ভারতেও (India) নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ।  আন্তর্জাতিক বিমানের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে কোভিডবিধি মেনে চলা কিংবা মাস্ক পরা, একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে।